কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে বিধিনিষেধ
বিভিন্ন অর্থনীতিক কর্মকাণ্ডের নিষেধাজ্ঞা নিয়ে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক আলোচিত কিছু সিদ্ধান্ত নিয়েছেন। এর ধারাবাহিতায় বাংলাদেশ ব্যাংক গণমাধ্যমকর্মীদের প্রবেশেও বিধিনিষেধ চালু করলো।
বৃহস্পতিবার (২৮ জুলাই) এমন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে ২০১৬ ফজলে কবির নতুন গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার পর গভর্নর ভবনের তৃতীয় তলায় গণমাধ্যমকর্মী প্রবেশে নিষেধাজ্ঞা দেন। কিছুদিন পরে সেই নিষেধাজ্ঞা শিথিল করে সাংবাদ সম্মেলন করেন গভর্নর ফজলে কবির।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে দুপুর ২টার আগে গণমাধ্যমকর্মীরা গভর্নর ভবনে প্রবেশ করতে পারবেন না।