কোলকাতায় অগ্নিকাণ্ড: রেল কর্মকর্তাদের ‘জ্ঞানহীন’ কাজে উদ্বেগ মমতার
কোলকাতার ইডেন গার্ডেনের স্টেডিয়াম সংলগ্ন স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের অফিসে আগুনের ঘটনায় অসহযোগিতার অভিযোগ তুলে রেল কর্মকর্তাদের ‘জ্ঞানহীন কর্মকাণ্ডে’ উদ্বেগ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনন্দবাজার।
প্রতিবেদনে বলা হয়, সোমবার (৮ মার্চ) আগুন লাগার পর ঘটনাস্থল পরিদর্শন করে মুখ্যমন্ত্রী এ অভিযোগ করেন।
মুখ্যমন্ত্রী বলেন, “এটা রেলের অনেক পুরনো ভবন। এখানে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এটা পুরোটাই রেলের জায়গা। কিন্তু খবর পেয়ে তারা কেউ ঘটনাস্থলে আসেন নি। দমকল সদস্যদের পক্ষ থেকে একটা মানচিত্র চাওয়া হয়েছিল রেল কর্মকর্তাদের কাছে থেকে। কিন্তু সেটাও দেওয়া হয় নি। দুর্ঘটনা নিয়ে রাজনীতি করতে চাই না। এটা মর্মান্তিক দুর্ঘটনা।’’
মৃত্যুর খবর পেয়ে রাত ১১টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতের ঘটনায় গভীয় শোক প্রকাশ করেন।
এরপর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, মৃতদের পরিবারকে ১০ লাখ টাকা করে আর্থিক সহায়তা এবং তাদের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, “আগুন লাগলে লিফট ব্যবহার করা উচিত নয়। দমকলের পক্ষ থেকেও এই সচেতনতার বার্তা দেওয়া হয়। কিন্তু সেই দমকলের কর্মীরাই কেন লিফটে উঠলেন। হয়তো তারা খুব দক্ষ ছিলেন না। তাড়াহুড়োর জন্য উঠেছিলেন। যা মৃত্যুর কারণ হয়ে দাড়ালো।”
এদিকে মুখ্যমন্ত্রীর অভিযোগের পর পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মনোজ জোশী বলেন, “ঘটনাস্থলে রেলের আধিকারিকরা ছিলেন। সেই মুহূর্তে হয়তো মানচিত্র পাওয়া যায় নি। কিন্তু রেলের কর্মী যারা ছিলেন ভবনের কোথায় কী রয়েছে, তারাই সে বিষয়ে উদ্ধারকারীদের সহযোগিতা করেছেন।”❐