ক্যাপিটল হিলে হামলার তদন্ত কমিটির ট্রাম্পকে তলব
মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলার বিষয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তলব করেছে তদন্ত কমিটি।
২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনা ঘটে এবং তা তদন্তের জন্য জানুয়ারি সিক্স কমিটি নামে একটি কমিটি গঠন করা হয়েছে।
কংগ্রেসের প্রতিনিধি পরিষদ সদস্যদের নিয়ে ৯ সদস্যের এ কমিটি তাদের তদন্ত এবং শুনানির শেষ পর্যায়ে রয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের।