খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্র বিএনপির গণসাক্ষর কর্মসূচি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করছেে যুক্তরাষ্ট্র বিএনপি।
এই কর্মসূচির অংশ হিসাবে রবিবার ব্রুকলিন এবং সোমবার জ্যাকসন হাইটসে স্বাক্ষর সংগ্রহ করা হয়। বিএনপি সর্মথিত বিভিন্ন শ্রেণীপেশার মানুষ খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন।
যুক্তরাষ্ট্র বিএনপি জানিয়েছে, জ্যামাইকা, ওজোন পার্ক ও ব্রঙ্কসে অনুষ্ঠিত হবে এই গণস্বাক্ষর কর্মসূচি অভিযান।
জ্যাকসন হাইটস স্ট্রিটের খাবার বাড়ি রেস্টুরেন্টের সামনে কর্মসূচির শুরুতে মুক্তি আন্দোলন পরিষদের আহবায়ক যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মিজানুর রহমান ভুঁইয়া মিল্টনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবশে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন এখন সময় সম্পাদক কাজী শামসুল হক, মাকসুদুল হক চৌধুরী, এটএিম আলম প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন বলেন, গত ৩রা ফেব্রুয়ারি দেশনেত্রী মুক্তি আন্দোলনের প্রতিবাদ সভা থেকে খালেদা জিয়ার মুক্তির জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়।
তিনি বলেন, এই স্বাক্ষরতা অভিযান বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অভিযান। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার অভিযান। তিনি দলমতের ঊর্ধ্বে উঠে সকল গণতন্ত্রমনা মানুষকে এই স্বাক্ষরতা অভিযানে স্বাক্ষর দিয়ে খালেদা জিয়ার মুক্তি ত্বরান্বিত করার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান জানান।
সংবাদ বিজ্ঞপ্তি