গণভোটে সিগারেটের বিজ্ঞাপন নিষিদ্ধে রায় দিল সুইসরা
সুইজারল্যান্ডের ভোটাররা এক গণভোটে রবিবার সিগারেটসহ বিভিন্ন তামাকজাত পণ্যের ওপর নিষেধাজ্ঞার পক্ষে রায় দিলেন। ভোটের অন্যতম প্রস্তাব ছিল কমবয়সীদের চোখে পড়তে পারে এমন স্থানে তামাকের বিজ্ঞাপন নিষিদ্ধ করা। বাস্তবে এটি হবে সম্পূর্ণ নিষেধাজ্ঞা।
সুইজারল্যান্ডের ইউরোপীয় প্রতিবেশীদের মধ্যে বেশিরভাগ দেশই অনেক আগেই তামাকের বিজ্ঞাপনের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে।
স্বাস্থ্যকর ও পরিবেশগতভাবে অনুকূল হিসেবে পরিচিত থাকা সত্ত্বেও সুইজারল্যান্ডের তামাকবিষয়ক বিধি-নিষেধ ইউরোপের মধ্যে সবচেয়ে শিথিল।
এ রায়কে স্বাগত জানিয়ে সোশ্যাল ডেমোক্রেট দলের আইনপ্রণেতা ফ্লাভিয়া ভাসেরফালেন এর পক্ষে আন্দোলন করা চিকিৎসক ও শিক্ষকদের সংগঠনগুলোকে ধন্যবাদ জানান।
সুইজারল্যান্ডে যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়েই গণভোট নেওয়ার বিধান আছে।
যুক্তরাজ্য, ফ্রান্স বা জার্মানিতে পাব এবং রেস্তোঁরাগুলোতে ধূমপান নিষিদ্ধ হওয়ার অনেক পরেও সুইসরা এখনো সেখানে ধূমপান করতে পারছে।
সুইজারল্যান্ডে সুপারশপে নিয়মিতই তরুণী বিপণনকর্মীরা ক্রেতাদের কাছে গিয়ে নতুন সিগারেট ব্র্যান্ডের ফ্রি নমুনা দেয়। এ ধরনের কাজ নিষিদ্ধ করা হয়ছে। তবে তামাকের বিজ্ঞাপন রয়ে গেছে।
সূত্র: বিবিসি