গাইবান্ধায় শাহ্ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান শাহ্ ফাউন্ডেশনের উদ্যোগ ও আর্থিক সহযোগিতায় গাইবান্ধায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গেল ৭ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী এই আয়োজনের তত্ত্বাবধানে ছিল বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি গাইবান্ধা জেলা, পলাশবাড়ি উপজেলা ও বাংলাদেশ যুব ইউনিয়ন গাইবান্ধা জেলা শাখার সার্বিক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাহ্ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহ্ জে. চৌধুরী রূপসী বাংলাকে জানান, ৭ ফেব্রুয়ারি সোমবার দুপুরে গাইবান্ধা সদরের কামারজানি ইউনিয়ন ও সুন্দরগঞ্জ উপজেলা এবং পরের দিন ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে পলাশবাড়ি উপজেলার মেরীরহাটে দুই শতাধিক অসহায় ও দুস্থ ব্যক্তির মধ্যে সোয়েটার ও কম্বল বিতরণ করা হয়।
প্রথম দিন শীতবস্ত্র বিতরণের এ আয়োজনে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, কবি ও বাচিক শিল্পী দেবাশীষ দাশ দেবু, শিক্ষক ও গণসংগীত শিল্পী রণজিৎ সরকার, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, ক্ষেতমজুর সমিতি জেলা সদস্য প্রতিভা সরকার ববি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি আবু বক্কর, প্রভাষক সুজন কুমার বর্মন, যুব ইউনিয়ন জেলা সদস্য এমদাদসহ অন্যান্যরা।
পরদিন ৮ ফেব্রুয়ারি মেরীরহাটে দরিদ্র কৃষক ও ক্ষেতমজুরদের শীতবস্ত্র বিতরণ করা হয়। দ্বিতীয় দিনের এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা উদীচী জেলা সংসদের সভাপতি অধ্যক্ষ জহুরুল কাইয়ুম। এদিন বক্তব্য রাখেন সাংস্কৃতিক কর্মী ও বাচিক শিল্পী শিরিন আকতার, কেন্দ্রীয় যুব ইউনিয়ন নেতা প্রতীভা সরকার ববি, পলাশবাড়ি উপজেলা ক্ষেতমজুর সমিতির নেতা আব্দুল্লাহআদিল-নান্নু, ইয়াদুল ইসলাম, সাজু মাষ্টার , আব্বাস আলী প্রমুখ।
বক্তারা শাহ্ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, উত্তরবঙ্গে এই প্রচণ্ড শীতে যখন দরিদ্র মানু্ষদের অসহনীয় কষ্ট আর হাড়কাঁপা শীতের এই দিনগুলোতে শাহ্ ফাউন্ডেশন এই অসহায় মানুষগুলোর পাশে এসে দাড়িয়ে তাদের কষ্ট কিছুটা দূর করে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল। প্রতিভা সরকার ববি বলেন, একটি মাত্র শীতের পোশাকেই দরিদ্র মানুষের মুখে নির্মল হাসি ফোটানো যায় । এর চাইতে সুখের অনুভূতি আর কি হতে পারে !! আমরা বারবার হাসি ফোটাতে চাই তাদের মুখে। শাহ্ ফাউন্ডেশন দীর্ঘজীবী হোক ।
বক্তারা আগামীতেও শাহ্ ফাউন্ডেশনকে এ ধরনের মহতী কাজে এগিয়ে আসার আহ্বান জানান।