গুচ্ছ বোমার ‘যথাযথ’ ব্যবহার করছে ইউক্রেন: যুক্তরাষ্ট্রের
রুশ বাহিনীর বিরুদ্ধে ‘কার্যকর’ ও ‘যথাযথভাবে’ যুক্তরাষ্ট্রের দেয়া ক্লাস্টার বম্ব বা গুচ্ছ বোমা ব্যবহার করছে ইউক্রেন। গতকাল বৃহস্পতিবার (২০ জুলাই) এ দাবি সামনে এনেছে হোয়াইট হাউজ। খবর বিবিসি।
মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, প্রাথমিক প্রতিক্রিয়ায় বলা যায় যে রাশিয়ার প্রতিরক্ষামূলক অবস্থান ও অভিযানে ‘কার্যকরভাবে’ গুচ্ছ বোমা ব্যবহার করা হচ্ছে।
মূলত একসঙ্গে অনেকগুলো ছোট ছোট বোমা নিক্ষিপ্ত হয়। যা অনেক সময় বছরের পর বছর অবিস্ফোরিত থেকে বেসামরিক নাগরিকদের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। এ কারণে শতাধিক দেশ গুচ্ছ বোমা নিষিদ্ধ করেছে।
তবে ইউক্রেন প্রতিশ্রুতি দিয়েছে, বোমাগুলো শুধু রুশ শত্রু সৈন্যদের ছত্রভঙ্গের জন্য ব্যবহার করা হবে।
কিরবি বলেন, ইউক্রেন বোমার যথাযথ ও কার্যকর ব্যবহার করছে। গুচ্ছ বোমা রাশিয়ার প্রতিরক্ষামূলক ব্যবস্থা ও কৌশলে প্রভাব ফেলছে।
গ্রীষ্মকালীন পাল্টা আক্রমণের সময় গোলাবারুদ ফুরিয়ে গেছে বলে ইউক্রেন সতর্ক করার পর যুক্তরাষ্ট্র ক্লাস্টার বোমা পাঠানোর সিদ্ধান্ত নেয়।
প্রেসিডেন্ট জো বাইডেন এই সিদ্ধান্তকে ‘খুব কঠিন’ বলে অভিহিত করেন। তবে যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড ও স্পেন গুচ্ছ বোমা ব্যবহারের বিরোধিতা করে।
গত বছর বেসামরিক এলাকাসহ ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরুর পর রাশিয়া একই ধরনের ক্লাস্টার বোমা ব্যবহার করেছে।
মার্কিন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, তার দেশের কাছেও একই ধরনের অস্ত্র রয়েছে এবং পাল্টা ব্যবস্থা হিসেবে ব্যবহারও করা হবে।