গুলিবিদ্ধ ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন বাইডেন
নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে গুলিবিদ্ধ হওয়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। শনিবার (১৩ জুলাই) যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারণা চালাতে যান রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। ওই সময় এক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায়। খবর বিবিসি
তবে ট্রাম্প ও বাইডেনের মধ্যে কী কথা হয়েছে সে সম্পর্কে কিছু জানায়নি হোয়াইট হাউস।
ট্রাম্পের সঙ্গে কথা বলার পাশাপাশি বাইডেন পেনসিলভানিয়ার গর্ভনর জস শাপিরো এবং বাটলার মেয়র বব ড্যানডয়ের সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছে হোয়াইট হাউস।
ট্রাম্পকে লক্ষ্য করে চালানো গুলিতে একজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে অ্যালেগেনি জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে এক বিবৃতিতে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্পকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছিল এবং এটি ছিল গুপ্তহত্যার প্রচেষ্টা।