গ্যালোপ জরিপে ট্রাম্পের প্রতি সর্বোচ্চ জনসমর্থনের রেকর্ড
২০১৭ সালে ক্ষমতায় আসার পর থেকে মার্কিন রাষ্ট্রপতির প্রতি সর্বোচ্চ আস্থার রেকর্ড। অবশ্য সিংহভাগ বা ৫০ শতাংশ ট্রাম্পকে দায়িত্ব পালনের যোগ্য মনে করেন না। বাকি ১ শতাংশ এই ব্যাপারে কোনও অভিমত দেন নি।
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক জরিপগুলোর মাঝে সবচেয়ে প্রভাবশালী গ্যালোপ জরিপ। অতি সাম্প্রতিক গ্যালোপ জরিপের ফলাফলে ট্রাম্পের প্রতি মার্কিন নাগরিকদের আস্থা বৃদ্ধির প্রবণতা উঠে আসে।
অভিশংসন প্রক্রিয়া নিয়ে ট্রাম্প দীর্ঘদিন ধরে নেতিবাচক সংবাদ শিরোনাম হওয়ার পরেও এই আস্থায় চিড় ধরে নি মোটেও। বরং এখন প্রায় ৪৯ শতাংশ মার্কিনী ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের যোগ্য হিসেবে সমর্থন করছেন।
২০১৭ সালে ক্ষমতায় আসার পর থেকে মার্কিন রাষ্ট্রপতির প্রতি সর্বোচ্চ আস্থার রেকর্ড। অবশ্য সিংহভাগ বা ৫০ শতাংশ ট্রাম্পকে দায়িত্ব পালনের যোগ্য মনে করেন না। বাকি ১ শতাংশ এই ব্যাপারে কোনো অভিমত দেন নি।
আগের জরিপগুলোতে অংশগ্রহণকারীদের মোট ৫ শতাংশ ট্রাম্পের ব্যাপারে কোনো মতামত দেয়া থেকে বিরত ছিলেন।
মূলত রিপাবলিকান দলের সমর্থক এবং নির্দলীয় জনগণের মাঝে সমর্থন বাড়ার কারণেই চলতি বছরে ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে অনুমোদনের রেটিং বাড়ে।
প্রায় ৯৪ শতাংশ রিপাবলিকান এখন ট্রাম্পকে যোগ্য প্রেসিডেন্ট মনে করছেন। যা গত জানুয়ারি মাসের তুলনায় ৬ শতাংশ বেশি।
অন্যদিক নির্দলীয়দের মাঝে ট্রাম্পের অনুমোদন পাঁচ পয়েন্ট বেড়ে ৪২ শতাংশে উন্নীত হয়েছে। বিরোধী ডেমোক্র্যাটদের পক্ষ থেকে সমর্থন কমে দাঁড়িয়েছে ৭ শতাংশে, যা পূর্বের ১০ শতাংশের চাইতেও কম।
নির্বাচনের বছরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিভাজনের অবস্থানও উঠে আসে গ্যালোপ জরিপে।
ট্রাম্পের অনুমোদন নিয়ে এখন রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দলের সমর্থকদের মাঝে ৮৭ পয়েন্টের বড় ব্যবধান তৈরি হয়েছে।
গ্যালোপ জরিপের ইতিহাসে কোনও মার্কিন রাষ্ট্রপতিকে দেওয়া সমর্থন নিয়ে জন বিভাজনের এটাই শীর্ষ রেকর্ড।
ইতোপূর্বে, এই রেকর্ড ব্যবধান ছিল ট্রাম্পের পূর্বসূরি বারাক ওবামার পক্ষে-বিপক্ষে সমর্থন ঘিরে। ওবামার চাইতেও ট্রাম্প এইক্ষেত্রে রাজনৈতিক বৈরিতা ১ পয়েন্ট বেশি উস্কে দিয়েছেন।