গ্যাস ব্যবহার ১৫ শতাংশ কমাতে বলেছে ইউরোপীয় কমিশন
রাশিয়া সরবরাহ বন্ধ করতে পারে এই আশঙ্কায় ইউরোপীয় কমিশন ব্লকের সদস্য দেশগুলোকে আগস্ট থেকে মার্চ পর্যন্ত তাদের গ্যাসের ব্যবহার ১৫ শতাংশ কমানোর আহ্বান জানিয়েছে।
কমিশন বলেছে, এই লক্ষ্যমাত্রা স্বেচ্ছামূলক হলেও মস্কো যদি চলতি গ্রীষ্মেই গ্যাসের পাইপলাইন বন্ধ করে দেয় তবে তা আইনগতভাবে বাধ্যতামূলক হয়ে উঠবে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লেয়েন বলেছেন, ইউরোপব্যাপী বিচ্ছিন্নতা এখন একটি ‘স্পষ্ট সম্ভাবনা’।
ফন ডের লেয়েন বলেন, ‘রাশিয়া আমাদের ব্ল্যাকমেইল করছে।
রাশিয়া জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। অতএব, যে কোনো ঘটনা, রুশ গ্যাসের আংশিক, বড় বা সম্পূর্ণ বিচ্ছিন্নতা যা-ই হোক, ইউরোপকে প্রস্তুত থাকতে হবে। ’
রাশিয়া থেকে জার্মানি পর্যন্ত গুরুত্বপূর্ণ নর্ড স্ট্রিম ১ পাইপলাইন আগে থেকেই ১০ দিনের জন্য রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রয়েছে। বৃহস্পতিবার তা চালু হওয়ার কথা। তবে উদ্বেগ রয়েছে মস্কো হয়তো তার প্রতিশ্রুতি পালন করবে না।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার বলেছেন, নর্ড স্ট্রিম ১ এর টারবাইনটি মেরামত হওয়ার পরে কানাডা থেকে ফিরে আসার পরে কী অবস্থায় থাকবে তা স্পষ্ট নয়।
পুতিন আরো বলেছেন, এরকম ঝুঁকি রয়েছে যে কিছু সরঞ্জাম বন্ধ রাখতে হবে এবং নর্ড স্ট্রিম ১ আর নতুন করে চালু হবে না।
রাশিয়া গত বছর ইউরোপকে তার প্রাকৃতিক গ্যাসের ৪০ শতাংশ সরবরাহ করেছে। ২০২০ সালে জার্মানি ছিল ইউরোপ মহাদেশের বৃহত্তম রুশ গ্যাস আমদানিকারক, তার পরেই ছিল ইতালি।
বিবিসি