গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৬
গ্রিসে যাত্রীবাহী ও কার্গো ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ২৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৮৫ জন। মঙ্গলবার রাতে দেশটির লারিসা শহরের কাছে দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
রয়টার্স জানিয়েছে, এথেন্স থেকে উত্তরাঞ্চলীয় শহর থেসোলোনিকিগামী একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে থেসালোনিকি থেকে লারিসাগামী একটি পণ্যবাহী ট্রেনের এ সংঘর্ষ হয়।
গভর্নর কনস্টান্টিনোস অ্যাগোরাস্টোস এসকেএআই টিভিকে বলেন, সংঘর্ষটি খুবই ভয়াবহ ছিল। এতে যাত্রীবাহী ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়। সংঘর্ষের পর আগুন ধরে ওই ট্রেনের প্রথম দুটি বগি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এ ঘটনার পর অন্তত ২৫০ জন যাত্রীকে দুর্ঘটনাস্থল থেকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে বলেও জানান তিনি।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, যাত্রীবাহী ট্রেনটিতে প্রায় ৩৫০ জন যাত্রী ছিলেন।
দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে, সংঘর্ষের কারণ এখনো জানা যায়নি। তবে উদ্ধার কাজ চলছে। বুধবার ভোরে রাষ্ট্রীয় সম্প্রচারকারী ইআরটি-এর ফুটেজে দেখা গেছে, উদ্ধারকর্মীরা হেডলাইটের সাহায্যে আশপাশের মাঠগুলোতে আহতদের খুঁজছে।