Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
November 22, 2024
হেডলাইন
Homeআন্তর্জাতিকচলতি বছর বিশ্বের জিডিপি ৩.৩ শতাংশ হবে: জাতিসংঘ

চলতি বছর বিশ্বের জিডিপি ৩.৩ শতাংশ হবে: জাতিসংঘ

চলতি বছর বিশ্বের জিডিপি ৩.৩ শতাংশ হবে: জাতিসংঘ

জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন-বিষয়ক সম্মেলনে সোমবার প্রকাশিত ‘২০২২ পরিসংখ্যানের হ্যান্ডবুকে’ বলা হয়, ২০২২ সালে বিশ্বের জিডিপি বৃদ্ধির হার ২০২১ সালের ৫.৭ শতাংশ থেকে ৩.৩ শতাংশে নেমে আসবে।

রিপোর্টে বলা হয়, ২০২২ সালে বিশ্বে বাণিজ্যে আমদানি ও রফতানি বৃদ্ধি হার ধীর গতির হবে। পণ্য রফতানি বৃদ্ধি হার ২০২১ সালের ২৬.৫ শতাংশ থেকে ১৩.৮ শতাংশ হবে, পরিষেবা রফতানি বৃদ্ধির হার ২০২১ সালের ১৭.২ শতাংশ থেকে ১৪.৬ শতাংশে নামবে।

অপর এক খবরে বলা হয়, চীন সরকার ব্যাপকভাবে শুল্ক হ্রাস করায়, চীনের ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলো উপকৃত হয়েছে ও হচ্ছে।

সম্প্রতি চীনের ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান উন্নয়নকেন্দ্রের এক জরিপ থেকে এ তথ্য জানা গেছে।

জরিপে প্রায় ৮০০০টি শিল্প-প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এগুলোর মধ্যেক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ৫৫ শতাংশ। জরিপের ফল অনুসারে, শিল্পপ্রতিষ্ঠানগুলোর ওপর থেকে শুল্ক হ্রাসসহ বিভিন্ন বোঝা কমানোর সরকারি নীতি ও তার বাস্তবায়ন থেকেক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলো উপকৃত হয়েছে ও হচ্ছে। পাশাপাশি, বাজারের প্রাণশক্তিও বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, চলতি বছরের ১০ নভেম্বর পর্যন্ত, জাতীয় কর ব্যবস্থায় মোট ৩.৭ ট্রিলিয়ন ইউয়ানেরও বেশি শুল্ক নতুন করে কমানো হয়েছে এবং ট্যাক্স রিফান্ড করা হয়েছে। সিআরআই।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment