চাঁদের উদ্দেশ্যে ছুটল আর্টিমিস ১
চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশ যান আর্টিমিস ওয়ান। বাংলাদেশ সময় ১৬ নভেম্বর, বুধবার দুপুর ১২টা ৪৭ মিনিটে এর উৎক্ষেপণ হয়।
এর আগে প্রাকৃতিক দুর্যোগের কারণে দুই বার উৎক্ষেপণে ব্যর্থ হয় আর্টিমিস ওয়ান। তৃতীয়বারের চেষ্টায় উৎক্ষেপণে সফল হলো নাসা।
সফল উৎক্ষেপণ পর নিজের গলায় ঝোলা টাই কেটে ফেলেছেন আর্টেমিস ওয়ান মিশনের লঞ্চ ডিরেক্টর চার্লি ব্ল্যাকওয়েল থম্পসন। এটা নাসার পুরোনো প্রথা, এভাবেই উৎক্ষেপণ উদযাপন করেন নাসা কর্মকর্তারা।
লঞ্চ ডিরেক্টর চার্লি ব্ল্যাকওয়েল থম্পসন জানান, ১৪ হাজার মাইলের বেশি গতিতে ছুঁটছে মহাকাশ যান আর্টিমিস ওয়ান।
৫০ বছর আগে নাসার অ্যাপোলো ১১ প্রথম মনুষ্যবাহী মহাকাশ অভিযান, যা চাঁদে অবতরণ করে। এরপর আজ নাসা আর্টেমিস মিশনের সফল উৎক্ষেপন হলো চাঁদের উদ্দেশ্যে।
এর আগে উৎক্ষেপণের উদ্দেশ্যে ফ্লোরিডার কেনেডি স্পেস স্টেশনে যুক্ত করা হয় নাসার চন্দ্রযান আর্টেমিস ওয়ান রকেট ও ওরিয়ন মহাকাশযান। গত ২৭ সেপ্টেম্বর চাঁদের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল মহাকাশযানের। কিন্তু ঘূর্ণিঝড় ইয়ান এর কারণে উৎক্ষেপণ সম্ভব হয়নি।
পরে পরীক্ষা নিরীক্ষার পর ১৪ নভেম্বর মহাকাশে যাত্রা শুরু দিন ঠিক করা হয়। কিন্তু হারিকেন নিকোলের আঘাতে সামান্য ক্ষতিগ্রস্থ হওয়ায় ওই দিনও উৎক্ষেপণ করা যায়নি মহাকাশ যানের। পরে ১৬ নভেম্বর মহাকাশে পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়। অবশেষে সেই যাত্রা শুরু হলো আজ। ৩২২ ফুট রকেটটি নাসা দ্বারা নির্মিত সবথেকে শক্তিশালী রকেট।
নিউইয়র্ক টাইমস