চীনের ল্যাব থেকেই করোনার উৎপত্তি: এফবিআই প্রধান
চীনের ল্যাব থেকেই করোনাভাইরাসের উৎপত্তি হয়ে থাকতে পারে বলে দাবি করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার রে। তিনি বলেছেন, ‘খুব সম্ভবত’ চীনা সরকার নিয়ন্ত্রিত একটি ল্যাব থেকে করোনাভাইরাসের উৎপত্তি হয়েছিল।
ফক্স নিউজকে রে বলেছেন, ‘এফবিআইয়ের দীর্ঘ অনুসন্ধান বলছে, মহামারিটির উৎস সম্ভবত একটি ল্যাব ঘটনা।’
মহামারিটির উৎপত্তি কীভাবে হয়েছে, সেই বিষয়ে এবারেই সুস্পষ্টভাবে কোনো বার্তা দিল এফবিআই।
এদিকে চীন উহানে ‘ল্যাব লিক’র (ল্যাব থেকে সৃষ্ট) অভিযোগ অস্বীকার করেছে এবং অভিযোগটিকে মানহানিকর বলেও অভিহিত করেছে।
চীনে মার্কিন রাষ্ট্রদূত দেশটিকে কোভিডের উৎস সম্পর্কে ‘আরও সৎ’ হওয়ার আহ্বান জানানোর পরদিনই ক্রিস্টোফারের এই বক্তব্য এল।
মঙ্গলবারের সেই সাক্ষাৎকারে ক্রিস্টোফার বলেছেন, ‘‘চীন বিশ্বব্যাপী মাহমারিটির উৎস শনাক্ত করার প্রচেষ্টাকে নস্যাৎ করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে। এটি সবার জন্য দুর্ভাগ্যজনক। কিছু গবেষণায় দেখা গেছে, ভাইরাসটি চীনের উহান শহরের সামুদ্রিক খাবার ও বন্যপ্রাণীর বাজার থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। বাজারটি করোনাভাইরাস নিয়ে গবেষণা করা ‘উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি’ থেকে মাত্র ৪০ মিনিটের পথ।’’
অন্যদিকে করোনাভাইরাস বিষয়ে যুক্তরাষ্ট্রের অন্য কিছু সংস্থার মূল্যায়ন এফবিআইয়ের থেকে ভিন্ন। রোববার যুক্তরাষ্ট্রের এনার্জি বিভাগ জানায়, করোনাভাইরাস যে ল্যাব থেকে ছড়িয়েছে, সেটি নিয়ে তারা জোর দিয়ে কিছু বলতে পারবে না। সংস্থাটি আগে বলেছিল, ভাইরাসের উৎপত্তি সম্পর্কে তাদের কোনো সিদ্ধান্ত নেই।
সোমবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, করোনাভাইরাসের উৎপত্তির বিষয়ে জানতে ‘সরকারের প্রচেষ্টা’কে সমর্থন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে কী ঘটেছিল, সে সম্পর্কে পরিষ্কার ধারণা নেই তাদের।