চীনের ৪২তলা ভবনে ভয়াবহ আগুন
চীনের একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লেগেছে। আজ শুক্রবার (১৬ই সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় হুনান প্রদেশে রাজধানী চাংশা শহরের ওই ভবনে আগুন লাগে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ৪২ তলা বিশিষ্ট ওই ভবনটিতে চীনের সরকারি টেলিকমিউনিকেশন্স কোম্পানি চীনা টেলিকমের অফিস রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থল থেকে ধোঁয়া বের হচ্ছে এবং বেশ কয়েকটি তলায় আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনীর সদস্যরা।