চীনে উপসর্গবিহীন ১,৩৬৭ করোনা রোগী শনাক্ত
চীন এমন ১ হাজার ৩৬৭ ব্যক্তিকে শনাক্ত করেছে যারা করোনাভাইরাসে আক্রান্ত হলেও তাদের কোনও লক্ষণ প্রকাশ পায় নি।
বুধবার প্রথমবারের মতো দেশটিতে এত সংখ্যক উপসর্গহীন রোগীর কথা জানানো হলো।
দ্য ব্রাসেলস টাইমস জানিয়েছে, তারা করোনাভাইরাসে আক্রান্ত হলেও তাদের শরীরে জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্টের মতো কোনও লক্ষণ দেখা যায় নি।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, বুধবার চীন উপসর্গহীন ১৩০ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
এ নিয়ে দেশটিতে মোট ১৩৬৭ জন উপসর্গহীন করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ব্রাসেলস টাইমসের খবরে বলা হয়, আগে সরকারি হিসাবে এ ধরনের উপসর্গহীন রোগীদের সংখ্যা বাদ পড়েছে।
জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যনুসারে, করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ৮২ হাজারের বেশি। মারা গেছে ৩ হাজার ৩০০ জনের বেশি। আক্রান্তের দিক দিয়ে একক দেশ হিসেবে চতুর্থ স্থানে রয়েছে দেশটি।
তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যেহেতু উপসর্গহীনদের বাদ রাখা হয়েছে এতদিন, তাই আক্রান্তের প্রকৃত সংখ্যা আরও বহু বেশি হতে পারে।
বর্তমানে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, দ্বিতীয় স্থানে ইতালি ও তৃতীয় স্থানে স্পেন রয়েছে। ♦