চীনে এক সপ্তাহের জন্য ইউএস-বাংলা ফ্লাইট বন্ধ করল
ইউএস-বাংলা এয়ারলাইন্সের সব ফ্লাইট এক সপ্তাহের জন্য বাতিল করেছে চীনের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।
বাংলাদেশ থেকে চীনের গুয়াংঝুগামী ফ্লাইটে করোনায় আক্রান্ত ৫জন রোগী পাওয়ায় এ সিদ্ধান্ত নেয় চীন।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ শাখার জিএম মো. কামরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার চীনের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের আদেশটি ইউএস-বাংলা এয়ারলাইন্স আনুষ্ঠানিকভাবে হাতে পেয়েছে।
গত ২৭শে জুন ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট চীনের শতাধিক নাগরিক নিয়ে গুয়াংঝু গেলে যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেয়া হয়।
পরে পরীক্ষায় পাঁচজন যাত্রীর করোনাভাইরাস ‘পজিটিভ’ আসে। এরপর ৬ থেকে ১২ই জুলাই পর্যন্ত চীনে ইউএস-বাংলা এয়ারলাইন্সের গুয়াংঝুগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ❑