ছুরি নিয়ে লন্ডনের এক মসজিদে হামলা
ছুরি নিয়ে লন্ডনের এক মসজিদে হামলা চালিয়েছে এক ঘাতক। তবে বড় কোনও হতাহতের ঘটনার আগেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল তিনটার পর পার্ক রোডের লন্ডন সেন্ট্রাল মসজিদে ছুরি নিয়ে হামলা চালায় এক শ্বেতাঙ্গ ব্যক্তি।
হামলায় সত্তরোর্ধ্ব একজন গুরুতর আহত হন। শরীরের একাধিক জায়গায় ছুরিকাঘাত করা হয় তাকে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এক প্রত্যক্ষদর্শী জানায়, আহত ব্যক্তিকে গলায় ছুরিকাঘাত করা হয়।
ভিডিও ও ছবিতে দেখা গেছে, মসজিদের ভেতরে একটি প্লাস্টিক চেয়ারের নিচে একটি ছুরি পড়ে আছে।
পুলিশ লাল জামা পরিহিত ঘাতক এক শ্বেতাঙ্গ ব্যক্তিকে মেঝেতে ফেলে উপুড় করে বেঁধে ফেলছে।
এখন পর্যন্ত কর্তৃপক্ষ ঘাতক ব্যক্তির পরিচয় সম্পর্কে কিছু জানায় নি।
সিএনএন