Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
December 21, 2024
হেডলাইন
Homeভারতছেলে-মেয়ে একসঙ্গে বসা বিপজ্জনক: কেরালার মুসলিম নেতা

ছেলে-মেয়ে একসঙ্গে বসা বিপজ্জনক: কেরালার মুসলিম নেতা

ছেলে-মেয়ে একসঙ্গে বসা বিপজ্জনক: কেরালার মুসলিম নেতা

ভারতে কেরালা সরকারের লিঙ্গ-নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে শুক্রবার এক বিতর্কের জন্ম দিয়েছেন কেরালা ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের (আইইউএমএল) সাধারণ সম্পাদক পিএমএ সালাম। তার দাবি ছেলে-মেয়েদের শ্রেণিকক্ষে একসাথে বসা ‘বিপজ্জনক’।

কেরালা গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী তিনি বলেছেন, ‘লিঙ্গ নিরপেক্ষতা কোনো ধর্মীয় বিষয় নয়; এটি একটি নৈতিক বিষয়। আমি উদারতাবাদ প্রতিষ্ঠার বিরুদ্ধে।

লিঙ্গ-নিরপেক্ষ ইউনিফর্ম আরোপ করার চেষ্টা করা হচ্ছে। ‘

লিঙ্গ-নিরপেক্ষ সংস্কারের মাধ্যমে শিশুরা ‘বিপথে’ যাবে বলেও দাবি করেছেন তিনি। কেরালার সরকার রাজ্যে লিঙ্গ-নিরপেক্ষ শিক্ষাব্যবস্থা চালু করার চেষ্টা করছে। এই সময় সালামের এই বক্তব্য বিতর্কের সৃষ্টি করেছে।

‘এটি বিপজ্জনক। শ্রেণিকক্ষে ছেলে-মেয়েদের একসাথে বসার দরকার কি? আপনি তাদের কেন বাধ্য করছেন বা এই ধরনের সুযোগ তৈরি করছেন? এতে শুধু সমস্যাই হবে এবং শিক্ষার্থীরা পড়াশোনা থেকে দূরে সরে যাবে। ‘ ইন্ডিয়া টুডে-র এক প্রতিবেদনে সালামকে এভাবে উদ্ধৃত করা হয়।

সূত্র: আউটলুক ইন্ডিয়া।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment