Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
November 22, 2024
হেডলাইন
Homeপ্রবাসজন্মদিনের বর্ণিলতায় রথীন্দ্রনাথ রায় এবং অনুস্বর

জন্মদিনের বর্ণিলতায় রথীন্দ্রনাথ রায় এবং অনুস্বর

জন্মদিনের বর্ণিলতায় রথীন্দ্রনাথ রায় এবং অনুস্বর

নিউ ইয়র্ক প্রতিনিধি: ২৩ জানুয়ারি ছিল বাংলাদেশের প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী রথীন্দ্রনাথ রায়ের ৭৩তম জন্মদিন। নিউ ইয়র্ক থেকে প্রকাশিত মাসিক অনুস্বর ম্যাগাজিনের সম্পাদক ও বাংলা চ্যানেলের সিইও শাহ জে. চৌধুরী এই শিল্পীর জন্মদিন উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেন। এদিন অনুস্বর ম্যাগাজিনেরও প্রথম বর্ষপূর্তি ছিল।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই কণ্ঠযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায়ের ৭৩তম জন্মদিন ও অনুস্বর ম্যাগাজিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান আয়োজনে বিশেষ ভূমিকা রাখেন কমিউনিটি অ্যাক্টিভিষ্ট গোপাল স্যানাল, মিডিয়া কর্মী সঞ্জীবন কুমার ও কানু দত্ত।

শিল্পী রথীন্দ্রনাথ রায় অনুস্বর ম্যাগাজিনের বর্ষপূর্তি সংখ্যার মোড়ক উন্মোচন করেন। সৃষ্টিশীল মানুষ এবং সৃষ্টিশীলতার আলোক মাধ্যম অনুস্বরের যৌথ জন্মদিন পালন পরিণত হয় প্রীতিময় আড্ডা আর বর্ণিলতায় সমুজ্জ্বল।

অনুস্বর সম্পাদক শাহ্‌ জে. চৌধুরী জানান, কোভিড ১৯ পরিস্থিতির কারণে আয়োজনটিতে জনসমাগম সীমিত রাখতে হয়েছে। নিউ ইয়র্ক সিটির অল্পসংখ্যক সুধী, সাংবাদিক, কমিউনিটি অ্যাক্টভিষ্ট, আবৃত্তিশিল্পী উপস্থিত ছিলেন। ছিলেন ইংরেজি পত্রিকা হিন্দুস্তান সুরখিয়ার সম্পাদক হুসনেয়ারা চৌধুরী। অনুষ্ঠান উপস্থাপনা করেন নিউ ইয়র্ক সাহিত্য একাডেমীর পরিচালক মোশারফ হোসেন।

শিল্পী রথীন্দ্রনাথ রায় জন্মদিন উপলক্ষে কেক কেটে তাঁর ৭৩তম জন্মদিন উদযাপন করেন। এ সময় তাঁর পাশে ছিলেন স্ত্রী রায় ও শুভানুধ্যায়ীরা। জন্মদিনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রথীন্দ্রনাথ রায় বলেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত গান গেয়ে যেতে চাই। আমি ধনী বিত্তবান হতে চাই নি কোনোদিন। এখনও চাই না। সহজ-সাধারণ মানুষের মত বেঁচে থাকতে চাই। আমি চিত্তবান হয়ে বেঁচে থাকতে চাই।

এ সময় সমবেতরা রথীন্দ্রনাথ রায়কে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তারা শিল্পী রথীন্দ্রনাথ রায়কে স্বাধীনতা পুরস্কার দেয়ার সরকারের প্রতি জোর দাবি জানান।

উল্লেখ্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই শিল্পী রথীন্দ্রনাথ রায় ১৯৯৫ সালে একুশে পদক লাভ করেন।

বক্তব্য রাখেন লেখক ও সাংবাদিক দর্পণ কবীর, নিউইয়র্ক সাহিত্য একাডেমীর পরিচালক মোশারফ হোসেন, সাংবাদিক হাসানুজ্জামান সাকি, কমিউনিটি অ্যাক্টিভিস্ট গোপাল স্যানাল ও অনুস্বর সম্পাদক শাহ জে. চৌধুরী।

এরপর অনুস্বর মাসিক ম্যাগজিনের বছর পূরণ বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করেন। এই মোড়ক উন্মোচনে ম্যাগাজিনের উপদেষ্টা এবং বাংলা চ্যানেলের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম. ফজলুল হক অংশ নেন। সমবেত সকলে অনুস্বরের বিশেষ এই সংখ্যাটির কলেবর এবং মানসম্পন্ন লেখা ও দৃষ্টিনন্দন শৈল্পিক কাজের প্রশংসা করেন।


অ্যালবাম








Share With:
Rate This Article
No Comments

Leave A Comment