জন্মহার বাড়াতে সরকারি বন্ডের মাধ্যমে অর্থায়ন করবে জাপান
সর্বনিম্ন জন্মহারের সংকটে জাপান। জন্মহার বাড়াতে সরকারি সব প্রচেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে। দেশটির একজন আইনপ্রণেতা গতকাল এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ‘শিশু সম্পর্কিত নীতিগুলোর জন্য বাজেট দ্বিগুণ করতে হবে। এছাড়া সরকারি বন্ডের মাধ্যমে এ খাতে অর্থায়ন করা যেতে পারে।’ খবর রয়টার্স।
জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) আইন প্রণেতা হিরোশিগে সিকো এ প্রসঙ্গে বলেন, ‘আমি মনে করি সরকারি বন্ডের অর্থায়নের মাধ্যমে সরকার বিষয়টি মোকাবেলা করতে পারে।’ জন্মহার হ্রাসের বিরুদ্ধে সরকারি নীতিসংক্রান্ত আলোচনায় জাপানের স্থানীয় বিএস টিভির সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘সরকারি বন্ড, কর, বীমা প্রকল্প বা বিভিন্ন উৎসের সমন্বয়ের মাধ্যমে এ নীতিকে অর্থায়ন করা হবে কিনা সে বিষয়ে আলোচনা হওয়া দরকার। তবে এসবের মধ্যে সরকারি বন্ড অবশ্যই চালু করা উচিত।’
জাপানের সরকারি তথ্য বলছে, ২০২২ সালে দেশটিতে জন্মের সংখ্যা রেকর্ড সর্বনিম্ন আট লাখের নিচে নেমে এসেছে।
প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানুয়ারিতে প্রতিশ্রুতি দিয়েছিলেন, জুনের মধ্যে শিশুদের সঙ্গে সম্পর্কিত নীতিগুলোর জন্য বাজেট দ্বিগুণ করবেন। এর মাধ্যমে যথাযথ পরিকল্পনা করে দেশটির জন্মহার হ্রাসের সংকট মোকাবেলার চেষ্টা করা হবে।
সাম্প্রতিক এক টেলিভিশন অনুষ্ঠানে যোগ দিয়ে হিরোশিগে সিকো জাপানের বর্তমান মুদ্রানীতি নিয়েও মন্তব্য করেন। দেশটির সাবেক এ অর্থমন্ত্রী বলেন, ‘আমরা যদি স্থায়ীভাবে পণ্যমূল্য ২ শতাংশ কমাতে পারি এবং এর সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি বৃদ্ধি করতে পারি, তবে সুদহার স্বাভাবিকভাবেই বাড়বে।’