জাতিসংঘের প্রস্তাবে ভোটদানে বিরত বাংলাদেশ-ভারত
ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাপরাধসহ মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে নিরপেক্ষ তদন্ত কমিশনের মেয়াদ এক বছর বাড়াতে জাতিসংঘের মানবাধিকার পরিষদে (ইউএনএইচআরসি) উত্থাপিত এক প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশসহ কয়েকটি দেশ।
মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার পরিষদে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ কয়েকটি দেশ এই প্রস্তাবে ভোট দানে বিরত ছিল। কিন্তু তার পরেও এটিসহ মোট ১৩টি প্রস্তাব গৃহীত হয়েছে। জাতিসংঘের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউক্রেনে নিরপেক্ষ তদন্ত কমিশনের মেয়াদ বাড়ানোর খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ২৮টি দেশ। এতে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ১৭টি দেশ। দুটি দেশ-চীন ও ইরিত্রিয়া কেবল এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে।
প্রস্তাব পাসের পর জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের স্থায়ী প্রতিনিধি সের্গি কিসলিৎসিয়া ধন্যবাদ জানিয়ে এক টুইটে বলেছেন, রাশিয়ার আগ্রাসনের জেরে উদ্ভ‚ত ইউক্রেনে মানবাধিকার পরিস্থিতির জন্য নিরপেক্ষ তদন্ত কমিশনের মেয়াদ বাড়ানোর খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রতিনিধিদের আমরা অভিবাদন জানাই। মাত্র দুটি দেশ প্রস্তাবের বিপক্ষে ছিল। এবার যুদ্ধাপরাধের বিচারের পালা!