জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের মানব বন্ধন
যুক্তরাষ্ট্র ছাত্রলীগ বুধবার স্থানীয় সময় দুপুরে ১টায় জাতিসংঘের সামনে মানব বন্ধন করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্র ছাত্রলীগ জানিয়েছে, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশ অনুযায়ী জাতিসংঘের সামনে একটি মানব বন্ধন ও স্মারক লিপি প্রদান কর্মসূচী পালন করা হয়।
সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও ছাত্রনেতা জনাব আমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মুজিবুর মিয়া ও প্রচার সম্পাদক ইসমাইল হোসন স্বপন।
এছাড়াও নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা রফিকুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ও যুক্তরাষ্ট্র ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। সার্বিক সহযোগিতা করেন উপ আন্তর্জাতিক সম্পাদক মো. শওকত হোসেন, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের ছাত্রনেতা শফিকুর রহমান শাফাতসহ আরো আনেকে।❐