জাতীয় পার্টির সভাপতি যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক!
প্রবাসী সংগঠন ‘যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ’র নতুন কমিটির আহ্বায়ক এম ডি রাব্বি আলম ‘জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত’ অভিযোগ করে ক্ষোভ জানিয়েছেন সংগঠনটির কিছু নেতা-কর্মী।
রাব্বি আলমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা থেকে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এ মালেক অনুমোদিত নতুন কমিটির কর্মকর্তাদের মধ্যে রয়েছেন: আহ্ববায়ক এম ডি রাব্বি আলম (মিশিগান), যুগ্ম আহ্ববায়ক আনোয়ার কবির খাঁন (মিজোরি), শেরে আলম রাসু (মিজোরি), রেহান রেজা (ক্যানসাস), মাসুদুল হাসান (নিউ ইয়র্ক), খান শওকত (নিউ ইয়র্ক), মোহাম্মাদ আলমগির (ভার্জিনিয়া), নাহিদা নাসের ইয়াসমিন (টেক্সাস), নুর বাবুল (ক্যালিফোর্নিয়া), এম ডি আলী হুসাইন (জর্জিয়া), সুলতান সালাউদ্দিন আহমেদ (ফ্লোরিডা) এবং আতিকুর রহমান (ফ্লোরিডা)।
কার্যকরী সদস্য: খাজা শাহাব আহমেদ (মিশিগান), মাহমুদ কাইকোবাদ (টেক্সাস), আব্দুল বাতেন (নিউ ইয়র্ক), সোরাফ সরকার (নিউ ইয়র্ক), এম ডি শাহাবউদ্দিন (মিশিগান), রশিদ মালিক (জর্জিয়া), আব্দুর রাজ্জাক তালুকদার (মিজোরি), মিনহাজ আহমেদ (নিউ ইয়র্ক), মিনহাজ রাসেল চৌধুরী (মিশিগান), সাফুল্লাহ চৌধুরী লেবু (ফ্লোরিডা), দেওয়ান আরশাদ আলী বিজয় (ভার্জিনিয়া), মো. রহমান বাদল (পেনসিলভেনিয়া), হাবিব মুরশেদ (নেব্রাস্কা), মুনসুর রহমান (ইন্ডিয়ানা), অজিত কল্পনা দাস (মিশিগান), লিও নারদ্য (মেরিল্যান্ড), কানুন দনাল বড়ুয়া (মিশিগান), মেহরাজ ফাহমি (নিউ ইয়র্ক), এবং এম ডি নুরুল হাসান পারভেজ (মিশিগান)।
এদিকে সংগঠনের কিছু নেতা-কর্মী জানান, ঢাকার কেন্দ্রীয় কমিটি থেকে যার নেতৃত্বে (রাব্বি আলম) কমিটির অনুমোদন দেওয়া হয়েছে তিনি ‘নতুন বাংলা ছাত্র সমাজ’র পথ বেয়ে মিশিগান স্টেট জাতীয় পার্টির সভাপতি। গত বছর একুশে ফেব্রুয়ারিতে মিশিগানে অস্থায়ী শহীদ মিনারে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে তিনি উপস্থিত ছিলেন।’
এ নিয়ে ক্ষুব্ধ হয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন ‘যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাফায়েত চৌধুরী।
অভিযোগ প্রসঙ্গে মিশিগান থেকে টেলিফোনে রাব্বি আলম বলেন, ‘আমি কখনই নতুন বাংলা ছাত্র সমাজে ছিলাম না কিংবা মিশিগান স্টেট জাতীয় পার্টির সঙ্গেও জড়িত নই। এগুলো মিথ্যা ও বানোয়াট। আমি সারাজীবনই বঙ্গবন্ধুর আদর্শের অনুসারি। তাই বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এ মালেক অনুমোদন দিয়েছেন আমার নেতৃত্বাধীন নতুন কমিটির।’