জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার বিজয় দিবস পালন
জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা বিজয় দিবস পালন করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ ডিসেম্বর বিকেলে জ্যাকসন হাইটের পালকি পার্টি সেন্টারে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে ৪৯তম মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা আয়োজন করে।
সভার শুরুতে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বাংলাদেশের জাতীয় সংগীত বাজানো হয়। বক্তারা ৫০ বছরেও বাংলাদেশের গণ মানুষের পূরণ না হওয়া প্রত্যাশা, মুক্তি ও স্বপ্ন পূরণের আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা বলেন, জাতীয় পার্টি পারে সেই স্বপ্ন পূরণ করতে। তাই বাংলার মানুষ আজও নেতা এরশাদকে স্বরণ করে।
সভায় সভাপতিত্ব করেন জাপার সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী। পরিচালনা করেন জাপার সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বিশেষ অতিথি ছিলেন জাপার সিনিয়র উপদেষ্টা মুক্তিযোদ্ধা সৈয়দ শওকত আলী, গিয়াস মজুমদার, মাহাবুব রহমান চৌধুরী, সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, সহ সভাপতি ডা. সেলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মো. লুৎফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল করিম, যুব বিষয়ক সম্পাদক শফি আলম, মহিলা সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, সাংগঠনিক ওসমান চৌধুরী, নিউ ইয়র্ক সিটি সভাপতি শুভংকর গাঙ্গুলী, নিউ ইয়র্ক স্টেট সভাপতি এডভোকেট মো. হানিফ, জাতীয় যুব সংহতির আবদুল মোতালেব, জাতীয় শ্রমিক পার্টির আবিদুর রহমান প্রমুখ।❐