জাপানে শক্তিশালী ভূমিকম্প
জাপানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ২ ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূ-জরিপ সংস্থা।
জাপানের আবহাওয়া সংস্থা বলছে, আজ শুক্রবার দুপুর ২টা ৪২ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। এর উৎস ছিল ইসিকাওয়া অঞ্চলে এবং উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের মাত্র ১২ কিলোমিটার গভীরে। তবে কম্পনটি বেশি সময় স্থায়ী না হওয়ায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর না পাওয়া গেলেও নিরাপত্তা ঝুঁকির কারণে পাহাড়ি এলাকার বেশকিছু সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া নাগানো ও কানাজাওয়ার মধ্যকার বুলেট ট্রেনের চলাচল কয়েক ঘণ্টা বন্ধ রাখা হয়।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ারে’অবস্থিত জাপানে প্রায় সময়ই ভূমিকম্প অনুভূত হয়ে থাকে। দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল ২০১১ সালের ১১ মার্চ। সেই সময় ৮ দশমিক ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ২০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।