জাপানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
জাপানের উত্তরাঞ্চলে রবিবার ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ এ তথ্য জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পটি হোক্কাইডো দ্বীপে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে আঘাত হানে।
এতে সুনামির কোনো সতর্কতা নেই বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা।
ইউএসজিএস অনুসারে, ভূমিকম্পটি হোক্কাইডো অঞ্চলের উরাকাওয়া-চো শহরের উপকূলে ১২৩ কিলোমিটার গভীরতায় আঘাত হানে।
জাতীয় সম্প্রচারকারী এনএইচকে অনুসারে, ক্ষয়ক্ষতি বা আঘাতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। এ ছাড়া ওই এলাকায় পারমাণবিক স্থাপনা থেকে কোনো অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছে দেশটির পারমাণবিক নিয়ন্ত্রক।
একজন স্থানীয় কর্মকর্তা এনএইচকেকে জানিয়েছেন, ভূমিকম্পটি ২০-৩০ সেকেন্ড স্থায়ী হয়েছিল। তিনি বলেন, ‘এটি প্রথমে পরোক্ষভাবে কেঁপে উঠেছিল, তারপর ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে।’
ওই কর্মকর্তা আরো বলেন, ‘এটি দীর্ঘ সময় অনুভূত হয়েছে এবং এটি ভয়ংকর ছিল।’
সূত্র : এএফপি