জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল
অন্তরবর্তীকালীন জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভারতের সুপ্রিম কোর্ট আগামী ১ জুন পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো। খবর বিবিসির
সুপ্রিম কোর্ট শুক্রবার কেজরিওয়ালের জামিনের আদেশ দেয়। জামিনে থাকার সময় তিনি ভারতে চলমান লোকসভা নির্বাচনের প্রচারাভিযানে অংশ নিতে পারবেন।
একটি আবগারি দুর্নীতি মামলায় ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর হাতে গত ২১ মার্চ গ্রেপ্তার হন কেজরিওয়াল। তারপর থেকে তিনি কারাগারেই রয়েছেন এবং সেখান থেকেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি এবং তার দল আম আদমি পার্টি (এএপি) ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বে তৈরি ‘ইন্ডিয়া’ জোটের অংশ।
বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ আগামী ২ জুন কেজরিয়ালকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন বলে জানায় দ্য হিন্দুস্তান টাইমস।