Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 24, 2024
Homeআন্তর্জাতিকজি-৭ সম্মেলনে এআই নিয়ে কথা বলবেন পোপ

জি-৭ সম্মেলনে এআই নিয়ে কথা বলবেন পোপ

জি-৭ সম্মেলনে এআই নিয়ে কথা বলবেন পোপ

ইতালিতে শুরু হয়েছে শিল্পোন্নত সাত দেশ জি-সেভেনের শীর্ষ নেতাদের বার্ষিক সম্মেলন। বৃহস্পতিবার প্রথম দিনের আলোচনার মূল বিষয় ছিল ইউক্রেন৷ শুক্রবার অভিবাসন, আফ্রিকা, কৃত্রিম বুদ্ধিমত্তা এআইসহ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হবে৷

ইন্দো-প্যাসিফিক অঞ্চল ও আর্থিক নিরাপত্তা, রাশিয়ার প্রতি চীনের সমর্থন ও চীনে শিল্পখাত নিয়েও কথা বলবেন নেতারা৷ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করায় চীনের কয়েকটি কোম্পানির বিরুদ্ধে সম্প্রতি নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র৷

পোপ ফ্রান্সিস সম্মেলনে উপস্থিত হয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও ঝুঁকি নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন৷

শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান, কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুতোসহ অন্তত ১০ দেশের রাষ্ট্রপ্রধান জি সেভেনের সম্মেলনে অংশ নেবেন৷ এর মাধ্যমে জি সেভেন যে কোনো আলাদা ও এক্সক্লুসিভ ক্লাব নয় সেটি দেখানোর চেষ্টা করা হবে৷

সম্মেলনের প্রথম দিনে জি সেভেন নেতারা ইউক্রেনকে এ বছর ৫০ বিলিয়ন ডলার ঋণ দিতে একমত হয়েছেন৷ এক্ষেত্রে রাশিয়ার জব্দ করা সম্পদকে জামানত হিসেবে ব্যবহার করা হবে৷ জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এ সিদ্ধান্তকে ‘অনেক ঐতিহাসিক পদক্ষেপ’ বলে আখ্যায়িত করেছেন৷

সম্মেলন শনিবার শেষ হবে৷

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment