জেলা পরিষদ নির্বাচনে ইফজাল চৌধুরীকে নির্বাচিত করার আহ্বান
জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী হয়েছেন ইফজাল আহমেদ চৌধুরী। আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য সিলেট জেলার জকিগঞ্জ উপজেলা থেকে সদস্য প্রার্থী হয়েছেন তিনি।
নিউ ইয়র্ক সিটিতে জ্যামাইকার মতিন রেস্টুরেন্ট এন্ড পার্টি হলে ইফজাল চৌধুরীর সমর্থনে তার বন্ধু মহল ও সমর্থক গোষ্ঠীর এক মতবিনিময় সভার আয়োজন করে।
নিউ ইয়র্কের প্রবীণ সংগঠক এবং জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ড সোসাইটির উপদেষ্টা সদরুন নূরের সভাপতিতে এবং ফ্রেন্ড সোসাইটির সিনিয়র সহ সভাপতি এফ এম জামানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রানা ফেরদৌস চৌধুরী, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ড সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গনী, উপদেষ্টা সালেহ আহমদ, উপদেষ্টা মোস্তফা কামাল, জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, জকিগঞ্জ সোসাইটি ইউ এস এর সভাপতি আবেদুর রহমান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফকু চৌধুরী ও গোলাম রাব্বানী।
স্বাগত বক্তব্য রাখেন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ড সোসাইটির ফাউন্ডার ও সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফ্রেন্ড সোসাইটির সাধারণ সম্পাদক সানি মোল্লা, উপদেষ্টা করিম চৌধুরী, গীতিকার ইশতিয়াক রুপো, শাহ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট শাহ জে চৌধুরী, সংগঠক মনিরুজ্জামান চৌধুরী, জকিগঞ্জ সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ফ্রেন্ডস সোসাইটির কার্যকরী সদস্য কামরুল ইসলাম সনি, তরুণ সংগঠক রেজাউল আলম অপু, ব্যবসায়ী আতিকুল ইসলাম জাকির, জালালাবাদ এসোসিয়েশনের প্রচার সম্পাদক ফয়সাল আলম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন ইফজাল আহমেদ চৌধুরী একজন দক্ষ সংগঠক। দীর্ঘ প্রবাস জীবনে অত্যন্ত দক্ষতার সাথে নেতৃত্ব দিয়েছেন এখনকার অনেক সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের। তাকে নির্বাচিত করলে তার এলাকার উন্নয়নে সবসময় নিরলসভাবে কাজ করবেন একই সাথে তিনি প্রবাসী হিসেবে প্রবাসীদের একজন প্রতিনিধি হয়ে সমস্যা সমাধানে এগিয়ে আসবেন।
উল্লেখ্য ইফজাল আহমেদ চৌধুরী যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এবং প্রবাসের বৃহৎ সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ড সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি।
অ্যালবাম