Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
December 26, 2024
হেডলাইন
Homeপ্রধান সংবাদজো বাইডেন রাষ্ট্রের শত্রু: ট্রাম্প

জো বাইডেন রাষ্ট্রের শত্রু: ট্রাম্প

জো বাইডেন রাষ্ট্রের শত্রু: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘রাষ্ট্রের শত্রু’ হিসেবে অভিহিত করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার রাতে ফ্লোরিডার বাসভবনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই অভিযান চালিয়ে গোপন নথি উদ্ধারের পর প্রথমবারের মতো র‍্যালিতে অংশ নিয়ে বাইডেনের বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশ করলেন ট্রাম্প।

আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

পেনসিলভানিয়ার উইলকেস-বারে হাজার হাজার সমর্থকের সামনে দেওয়া বক্তব্যে বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে ট্রাম্প বলেন, ‘বাইডেন এফবিআইকে আমার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন।’

যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্টের দাবি, ওই অভিযান ছিল আমেরিকার ইতিহাসে যে কোনো প্রশাসন দ্বারা সংঘটিত ক্ষমতার খুবই হতাশাজনক অপব্যবহার।

এদিন দুই রিপাবলিকানের পক্ষে প্রচারের জন্য পেনসিলভানিয়ায় এসেছেন ট্রাম্প। ড. মেহমেত ওজ যুক্তরাষ্ট্রের সিনেটের জন্য লড়ছেন। আর রাজ্যের সেনেটর ডগ মাস্ট্রিয়ানো লড়ছেন পেনসিলভানিয়ার গভর্নর হওয়ার জন্য।

প্রায় দুই ঘণ্টার ভাষণের প্রথমদিকে ৭৬ বছর বয়সী ট্রাম্প তার বাসভবনে এফবিআইয়ের অভিযানের সমালোচনা করে কাটিয়েছেন। পরে কথা বলেন ২০২০ সালের নির্বাচন, ডেমোক্রেটিক পার্টির নেতাদের সমালোচনা এবং ‘দেশ রক্ষার’ প্রতিশ্রুতির মতো পুরোনো বিষয়গুলো নিয়ে।

দুই দলের চোখ পেনসিলভানিয়ার দিকে
রাজ্যটি রিপাবলিকানদের পাশাপাশি ডেমোক্র্যাটদের জন্যও গুরুত্বপূর্ণ। এ জন্য এ রাজ্য থেকে লে. গভর্নর জন ফেটারম্যানের বিজয় নিশ্চিত করার মাধ্যমে সিনেটের একটি আসন নিশ্চিত করতে চায় ডেমোক্র্যাটরা।

এদিকে মাস্ট্রিয়ানোর কল্যাণে রাজ্যের গভর্নর পদের নির্বাচন বাড়তি মাত্রা পেয়েছে। যিনি রিপাবলিকান প্রাইমারিতে পেয়েছেন নিরঙ্কুশ বিজয়। ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে হওয়া হামলায় এ রিপাবলিকান অংশ নিয়েছিলেন। আর পেনসিলভানিয়ায় ২০২০ সালের নির্বাচনের ফল উল্টে দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি যদি গভর্নর হতে পারেন, তবে রাজ্যের নির্বাচনী ব্যবস্থায় নাক গলানোর মতো উল্লেখযোগ্য ক্ষমতা চলে যাবে তার হাতে।

মাস্ট্রিয়ানোর প্রতিদ্বন্দ্বী হিসেবে ডেমোক্রেটিক পার্টি বেছে নিয়েছে রাজ্যের অ্যাটর্নি জেনারেল জস শাপিরোকে। আর শাপিরোর পক্ষে এরই মধ্যে জো বাইডেন বেশ কিছু অনুষ্ঠানেও অংশ নিয়েছেন।

গত ৩০ আগস্ট ফিলাডেলফিয়ায় জো বাইডেন বলেন, ট্রাম্পের আদর্শ আমেরিকার গণতন্ত্রের জন্য হুমকি। প্রত্যেক রিপাবলিকান, এমনকি অধিকাংশ রিপাবলিকানও মেগা রিপাবলিকান নন। বর্তমানে রিপাবলিকান পার্টির বর্তমান অবস্থা সম্পর্কে বলতে গেলে বলতেই হয়, এ দল এখন ডোনাল্ড ট্রাম্প ও মেগা রিপাবলিকানদের দ্বারা অবদমিত, পরিচালিত ও ভীত। এটি রাষ্ট্রের জন্য হুমকি।

বাইডেনের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল শনিবার ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমেরিকান প্রেসিডেন্টের দেওয়া বক্তব্যের মধ্যে এটিই হচ্ছে সবচেয়ে ঘৃণ্য এবং বিভেদ সৃষ্টিকারী’।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment