টুইটারে ট্রাম্পের বিতর্কিত লাইক-কমেন্ট অপশন বন্ধ
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত টুইটগুলোর লাইক, কমেন্ট এবং রি-টুইট অপশন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।
এছাড়া তার টুইটগুলোর লিংকও শেয়ার করা যাচ্ছিল না। এর আগেও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মিথ্যা বলার ‘অপরাধে’ তার টুইট ফ্ল্যাগ করেছিল টুইটার।
ধারণা করা হচ্ছে, নির্বাচনে জালিয়াতির বিষয়ে মিথ্যা বলায় ট্রাম্পের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছে টুইটার। তবে টুইটার বলছে অসাবধানতাবশত ট্রাম্পের টুইটের অপশনগুলো বন্ধ করে দেয়া হয়েছে।
এ বিষয়ে টুইটারের পক্ষ থেকে জানানো হয়, অসাবধানতাবশত ট্রাম্পের টুইটের ওই অপশনগুলো বন্ধ হয়ে গিয়েছে। পরে তা চালু করে দেয়া হবে।
তবে বিকৃত বা ভুয়া তথ্য সংবলিত টুইটকে ফ্ল্যাগ করবে টুইটার। কোনও ইউজার ওই টুইট ব্যবহার করতে গেলে তাকে সতর্ক করবে কর্তৃপক্ষ।❐
দ্য হিল