টেসলার ৩.৫ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করে দিলেন মাস্ক
টেসলার ২২ মিলিয়ন শেয়ার বিক্রি করে দিয়েছেন ইলন মাস্ক। এর সম্মিলিত মূল্য ৩.৫ বিলিয়ন ডলারেরও বেশি। গত সোমবার, মঙ্গলবার এবং বুধবার এই শেয়ার বিক্রি করা হয়। যুক্তরাষ্ট্রের আর্থিক নিয়ন্ত্রক সংস্থার বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, গত এক বছরে ইলন মাস্ক সব মিলিয়ে টেসলার ৪০ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করেছেন। তবে ঠিক কি কারণে তিনি তার শেয়ার বিক্রি করে চলেছেন তা জানা যায়নি। এখনও টেসলার সবথেকে বড় শেয়ারহোল্ডার তিনি। তার অধীনে আছে এর ১৩.৪ শতাংশ।
গত অক্টোবর মাসে মাইক্রোব্লগিং সাইট টুইটার কিনে নেন মাস্ক। এতে তাকে খরচ করতে হয় ৪৪ বিলিয়ন ডলার। এর কদিন পরই তিনি টেসলার ৪ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করে দেন। এবার আবারও প্রায় একই মূল্যের শেয়ার বিক্রির খবর পাওয়া গেলো।
এ বছর বিশ্বের গাড়ি কোম্পানিগুলোর মধ্যে টেসলার পারফর্মেন্স বেশ খারাপই ছিল। বিনিয়োগকারীদের আশঙ্কা, টুইটার কিনে নেয়ার কারণে ইলন মাস্কের মনোযোগ সব ওইদিকে চলে গেছে। ২০২০ সালের পর প্রথম বারের মতো টেসলার মূল্য ৫০০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে। গত বছরের শেষ দিকে টেসলার মূল্য ছিল ১ ট্রিলিয়ন ডলারের বেশি।
ধারণা করা হয়, টুইটার কিনতে গিয়ে ইলন মাস্কের যে বিশাল অর্থের প্রয়োজন ছিল তা তিনি টেসলার শেয়ার বিক্রি করেই যোগার করেছেন। আর এতেই টেসলার শেয়ার পরে গেছে। তাছাড়া অনেক বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন, অর্থনৈতিক মন্দার কারণে ইলেক্ট্রিক গাড়ির চাহিদা কমে যেতে পারে। আবার বাজারে অন্য গাড়ি কোম্পানিগুলোও এখন তাদের ইলেক্ট্রিক গাড়ি ছাড়তে শুরু করেছে। টেসলার অটোপাইলট ফিচার নিয়ে নানা সমস্যার কারনেও এর চাহিদা কমে গেছে।