ট্রাম্পকে হুমকি হিসেবে দেখছেন মার্কিন ইহুদিরা
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুমকি হিসেবে দেখছেন তিন-চতুর্থাংশ আমেরিকান ইহুদি ভোটার। এছাড়া তার ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’(মাগা) আন্দোলনও ইহুদিদের জন্য ক্ষতিকর বলে বিশ্বাস করেন তারা। সম্প্রতি প্রকাশিত এক জরিপে এই তথ্য পাওয়া গেছে। জরিপটি পরিচালনা করেছে ইসরায়েলপন্থী ইহুদি অ্যাডভোকেসি গ্রুপ জে স্ট্রিট। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ও নির্বাচনের দিন পরিচালিত এই জরিপে দেখা গেছে, ৭৪ শতাংশ আমেরিকান ইহুদি ভোটার ডেমোক্র্যাটদের পক্ষে এবং ২৫ ভাগ ইহুদি রিপাবলিকানদের ভোট দিয়েছেন।
আমেরিকায় ক্রমবর্ধমান ইহুদি বিদ্বেষের জন্য ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টিকে দায়ী করেন ৭৬ শতাংশ ইহুদি ভোটার। ৭৪ শতাংশ বিশ্বাস করেন, ট্রাম্প ও তার মাগা আন্দোলন মার্কিন ইহুদিদের জন্য হুমকি।
জে স্ট্রিটের প্রেসিডেন্ট জেরেমি বেন-অ্যামি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘ইহুদিবিরোধিদের উত্থান, শ্বেতাঙ্গ আধিপত্য এবং ডোনাল্ড ট্রাম্প ও তার মিত্রদের চালিত ডানপন্থী উগ্রবাদের বৃদ্ধির কারণে আমাদের সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠ অংশ গভীরভাবে উদ্বিগ্ন।’
অবশ্য জরিপে মার্কিন ইহুদি ভোটাররা ট্রাম্পকে নিজেদের জন্য হুমকি মনে করলেও ক্ষমতায় থাকার সময় ট্রাম্প কিন্তু ইসরায়েলের পক্ষেই কাজ করেছেন। ট্রাম্পের সময়ই মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করা হয়েছে। এর আগে কোন মার্কিন প্রেসিডেন্ট এ ধরনের বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ার চিন্তাও করেননি। এছাড়া তার সময়েই সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনের মত আরব দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করে।
এদিকে গত মাসে ট্রাম্প তাকে যথেষ্ট সমর্থন না করার জন্য মার্কিন ইহুদিদের সমালোচনা করেছিলেন। এর আগেও তিনি বলেছিলেন, মার্কিন ইহুদিরা যুক্তরাষ্ট্রের চেয়ে ইসরায়েলের প্রতি বেশি আনুগত্য পোষণ করে।
জে স্ট্রিট জরিপে আরও দেখা গেছে, সংখ্যাগরিষ্ঠ ইহুদি ভোটার ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলি বসতি নির্মাণের তীব্র বিরোধিতা করেছেন। ৩৭ শতাংশ বিশ্বাস করেন, ইসরায়েলের সমস্ত বসতি নির্মাণ স্থগিত করা উচিত।
ভোটারদের একটি বড় অংশ অর্থাৎ শতকরা ৬৮ ভাগ ভোটার ইসরায়েলকে সামরিক সহায়তা হিসেবে দেওয়া বার্ষিক ৩.৮ বিলিয়ন ডলার সীমাবদ্ধ করার প্রতি সমর্থন জানিয়েছেন। এই অর্থ ইসরায়েল ফিলিস্তিনি অঞ্চলগুলোতে দখলদারিত্ব সম্প্রসারণে ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে। ১ থেকে ৮ নভেম্বরের মধ্যে জরিপটি পরিচালিত হয়। ৮০০ জন ইহুদি ভোটারের সাক্ষাৎকারের ভিত্তিতে জরিপটি করা হয়। সূত্র: মিডল ইস্ট আই