ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী করোনা আক্রান্ত
নির্বাচনে হারের ধকল কাটিয়ে উঠার আগেই করোনা আঘাত হেনেছে ট্রাম্প শিবিরে। আক্রান্ত হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি জুলিয়ানি। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলাগুলোর আইনি লড়াইয়ের দায়িত্বে আছেন তিনি।
গত অক্টোবরে করোনা আক্রান্ত হয়েছিলেন ডনাল্ড ট্রাম্প। মাস্ক না পরে জনসম্মুখে আসার পাশাপাশি করোনা নিয়ে ভুল তথ্য ছড়িয়েও সমালোচিত হয়েছেন তিনি। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়াও এরই মধ্যে ফার্স্ট লেডি মেলানিয়া, ট্রাম্পের দুই ছেলে, চিফ অব স্টাফ, প্রেস সেক্রেটারিসহ ৩০ জনের বেশি সদস্য করোনা আক্রান্ত হয়েছেন।
স্থানীয় সময় রোববার করোনা টেস্টের ফল পজেটিভ আসার পরপরই ৭৬ বছর বয়সী জ্যেষ্ঠ আইনজীবী জুলিয়ানিকে নেওয়া হয় ওয়াশিংটন ডিসির মেডস্টার জর্জটাউন হাসপাতালে। এক টুইটে রুডি জুলিয়ানির সুস্থতা কমনা করে ডোনাল্ড ট্রাম্প জানান, এ মুহূর্তে তাকে ছাড়াই আইনি লড়াই চালিয়ে যাবে রিপাবলিকান দল। ৬ ডিসেম্বর বিকেলে জুলিয়ানির করোনা সংক্রমিত হওয়ার কথা নিশ্চিত করেন ট্রাম্প। কিন্তু তার কয়েক ঘণ্টা আগেও ফক্স নিউজের এক সাক্ষাৎকারে যোগ দিতে দেখা গেছে জুলিয়ানিকে।
দুই সপ্তাহ আগে আরেক হোয়াইট হাউস কর্মকর্তা, জুলিয়ানির ছেলে অ্যান্ড্রু জুলিয়ানিও করোনা আক্রান্ত হন। সামাজিক দূরত্ব মেনে না চলা ও মাস্ক না পরার অভিযোগ আছে রুডি জুলিয়ানির বিরুদ্ধে। তাই এ ঘটনায় স্বাস্থ্যঝুঁকি উপেক্ষা করে কার্যক্রম চালিয়ে যাওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন।
নিউ ইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানি ৩ নভেম্বরের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর থেকেই ট্রাম্পের শীর্ষ আইনজীবী হিসেবে কাজ করছেন। দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ তুলে ইলেক্টোরাল ভোট বিবেচনায় ট্রাম্পকে নির্বাচনে জয়ী করতে রাজ্যগুলোর আইনসভার সিদ্ধান্ত আদায়ের চেষ্টা চালাচ্ছেন তিনি।
করোনা মোকাবেলার চাইতে এখন নির্বাচনের ফল চ্যালেঞ্জ করা নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সাক্ষাৎকারে জুলিয়ানির অসুস্থতার খবর জানিয়ে তিনি বলেন, ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতির নির্বাচনের তথ্য উন্মোচনে ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছেন জুলিয়ানি। এক টুইটে জুলিয়ানি ‘চায়না ভাইরাসে’ আক্রান্ত হয়েছে বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।
নির্বাচনের ফল প্রকাশের পর ভোট জালিয়াতির অভিযোগে তুলে বিভিন্ন অঙ্গরাজ্যে ৫০টি মামলা করেছে ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান দল। এর মধ্যে ৩০টি মামলা খারিজ হয়ে গেলেও কোথাও জালিয়াতির প্রমাণ দেখাতে পারে নি তারা।❐