ট্রাম্পের সফরের মধ্যেই বিক্ষোভে উত্তাল ভারত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের মাঝেই সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী আন্দোলনে আবারও রণক্ষেত্র হয়ে উঠেছে দিল্লি।
এতে এখন পর্যন্ত একজন নিহত ও বহু মানুষ আহতের খবর পাওয়া গেছে।
সোমবার ভারতের রাজধানীর উত্তর-পূর্বে জাফরাবাদের গোকুলপুরি, মৌজপুর এবং ভজনপুরা এলাকায় বিক্ষোভ চলার সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। তাতে রতনলাল নামের এক হেড কনস্টেবলের মৃত্যু হয়।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বিক্ষোভকারীদের ছোঁড়া ইটের আঘাতে মাথায় গুরুতর আঘাত পান তিনি।
হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওয় দেখা গিয়েছে, পিস্তল হাতে এক বিক্ষোভকারী পুলিশের দিকে এগিয়ে যাচ্ছে।
এদিকে, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে একাধিক পুলিশকর্মী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।
বিক্ষোভকারীরা একাধিক গাড়ি এবং দোকানে আগুন ধরিয়ে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের হটাতে পুলিশ লাঠিচার্জ করে। কাঁদানে গ্যাসও ছোঁড়ে। এতে কমপক্ষে ৫০ বিক্ষোভকারী আহত হয়েছে বলে জানা গেছে।
দুদিনের সফরে এখন ভারতে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ সফরে ভারতের প্রধানমন্ত্রীর কাছে নাগরিকত্ব আইন নিয়ে প্রশ্ন করবেন ট্রাম্প। তার মাঝেই ফের উত্তাল হয়ে উঠল ভারত।
এর আগে দেশটির নানা প্রান্তে সংঘর্ষে ৩০ জনেরও বেশি বিক্ষোভকারী নিহত হয়। ♦