ট্রাম্প অ্যামি কনেই ব্যারেটকে বিচারক পদে নিয়োগ দিতে যাচ্ছেন
রাথ ব্যাডের গিন্সবার্গের মৃত্যুতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারক পদে যে শূন্য পদে হয়েছে রক্ষণশীল এক বিচারক নিয়োগ দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানিয়েছে, দ্রুতই নারী বিচারক অ্যামি কনেই ব্যারেটকে পদায়ন করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন।
ক্যানসারে ভুগে গত সপ্তাহে মারা যান গিন্সবার্গ। তার বয়স হয়েছিল ৮৭ বছর। দীর্ঘ ২৭ বছর দায়িত্বপালন করা সর্বোচ্চ আদালতের সবচেয়ে প্রবীণ বিচারক ছিলেন তিনি।
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের ৯ জন সদস্যের বিচারক বেঞ্চের চার লিবারেল বিচারকের একজন ছিলেন গিন্সবার্গ।
সিএনএন জানায়, গিন্সবার্গের জায়গায় নিয়োগ পেতে যাচ্ছেন রক্ষণশীল ধারার বেরেট, যাকে ২০১৭ সালে ফেডারেল আপিল বেঞ্চে নিয়োগ নিয়েছিলেন ট্রাম্প। এ ব্যাপারে শনিবারই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
৪৮ বছর বয়সী বেরেটের নিয়োগ নিশ্চিত হলে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে ৯ বিচারকের মধ্যে রক্ষণশীল মতাদর্শদের সংখ্যাগরিষ্ঠতা বেড়ে দাঁড়াবে ৬-৩। তাতে সর্বোচ্চ আদালত আরও রক্ষণশীল গতিধারায় পরিচালিত হওয়ার সুযোগ তৈরি হবে।
অবশ্য বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি নন ট্রাম্প। বেরেটকে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে কি-না এ ব্যাপারে সাংবাদিকদের তিনি বলেন- ‘এমনটা আমি বলি নি।’
অবশ্য এই নিয়োগ নিয়ে ‘নিজে একটা সিদ্ধান্ত’ নিয়েছেন বলে জানালেন ট্রাম্প। সেই সঙ্গে বেরেটকে ‘অসাধারণ’ বলে উল্লেখ করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের নটরডেম ল’ স্কুলে স্নাতক বেরেট ল’ রিভিউ’র সম্পাদক ছিলেন। ১৯৯৭ সালে তিনি তিন তার ব্যাচে প্রথম শ্রেণি পান। ২০০২ সালে একই প্রতিষ্ঠানে আইনের শিক্ষক হিসেবে যোগ দেন বেরেট। ২০১৭ সালে তাকে ফেডারেল বেঞ্চে নিয়োগ দেয় ট্রাম্প প্রশাসন।
বেরেট নিয়োগপ্রাপ্ত হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের সবচেয়ে কম বয়সী বিচারক। স্বেচ্ছায় সরে না গেলে দেশটির সুপ্রিম কোর্টের বিচারকেরা আমৃত্যু দায়িত্ব পালন করে থাকেন।❐