Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 19, 2024
Homeপ্রধান সংবাদডান কানে গুলিবিদ্ধ ট্রাম্প, মারা গেছেন বন্দুকধারী

ডান কানে গুলিবিদ্ধ ট্রাম্প, মারা গেছেন বন্দুকধারী

ডান কানে গুলিবিদ্ধ ট্রাম্প, মারা গেছেন বন্দুকধারী

নির্বাচনী প্রচার চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৩ জুলাই) নির্বাচনী এক জনসভায় অংশ নিয়ে বক্তৃতা দেয়ার সময় ডান কানে গুলিবিদ্ধ হন তিনি। এ সময় তার কান থেকে রক্ত ঝরতে দেখা যায়। সেই সঙ্গে গুলির ঘটনার পরপরই জনসভায় আগত ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর রয়টার্স

সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, হামলার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে বন্দুকধারীও নিহত হয়েছেন। তবে এর আগে বন্দুকধারী ওই ব্যক্তির ছোড়া গুলিতে জনসভায় আসা একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুইজন।

হামলার পর ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল প্লাটফর্মে লিখেছেন, ‘আমার ডান কানের ওপরে গুলি লেগেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।’

গুলির ঘটনার পরপরই ট্রাম্প তার ডান হাত দিয়ে ডান কান চেপে ধরেন। এরপরই নিচু হয়ে ঝুঁকে যান। পরবর্তীতে দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের প্রতিনিধিরা তাকে নিরাপত্তা দিতে ঘিরে ধরেন। ওই সময় তার মাথা থেকে লাল রঙের ক্যাপটি পড়ে যায়। যাতে লেখা ছিল ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’। পরে ট্রাম্পকে গাড়িতে নেয়ার সময় ‘ওয়েট, ওয়েট’ বলেও চিৎকার করতে শোনা যায়।

আরও পড়ুন: বরযাত্রীদের মাছ-মাংস না দেয়ায় কনেপক্ষকে বেধড়ক পিটুনি

সিক্রেট সার্ভিস ও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইন কর্তৃপক্ষ বলছে, পেনসিলভানিয়ার বাটলারে ওই গুলির ঘটনার পর ট্রাম্প বর্তমানে শঙ্কামুক্ত। ঘটনাস্থলটি উত্তর পিটসবার্গ থেকে প্রায় ৩০ মাইল (৫০ কিলোমিটার) দূরে অবস্থিত।

তবে তাৎক্ষণিকভাবে বন্দুকধারীর পরিচয় পাওয়া যায়নি এবং তার প্রকৃত উদ্দেশ্য কী ছিল, সে সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। রিপাবলিকান এবং ডেমোক্র্যাট এ ঘটনায় শোক জানিয়েছে। সিক্রেট সার্ভিস এজেন্সি জানিয়েছে, বন্দুকধারী বাইরে থেকে এসে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালায়।

এ হামলার ঘটনায় জনসভায় আগত এক ব্যক্তি বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া অপর একজনের অবস্থা গুরুতর। ওয়াশিংটন পোস্টের সাংবাদিক বাটলারের অ্যাটর্নির বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ার চার মাসেরও কম সময়ের মধ্যে এই বন্দুক হামলার ঘটনা ঘটল। আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী প্রেসিডেন্ট জো বাইডেনের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন ট্রাম্প।

ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চেউং এক বিবৃতিতে বলেছেন, গুলির ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী প্রাথমিক অবস্থায় যে পদক্ষেপ নিয়েছেন, এজন্য ট্রাম্প তাদের ধন্যবাদ জানিয়েছেন। বর্তমানে তিনি ভালো আছেন এবং স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তার শারীরিক অবস্থা সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment