ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষক সিরিয়াল রেপিস্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় গ্রেফতার মজনু মাদকাসক্ত, ছিনতাইকারী এবং সিরিয়াল রেপিস্ট।
আজ বুধবার কাওরানবাজারে র্যাব কার্যালয়ে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক সারোয়ার বিন কাসেম সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
তিনি বলেন, মজনু সিরিয়াল রেপিস্ট। এর আগে একই জায়গায় সে এ ধরনের অপরাধ করেছে। প্রতিবন্ধী, ভিক্ষুকসহ বিভিন্ন নারীদের সে আটকে রেখে ধর্ষণ করত। এ সময় তাদের হত্যার হুমকি দিত। মজনু স্বীকার করেছে সে একাই ছিল, ভিকটিমও তেমনই বলেছে।
তিনি আরও বলেন, ছবি দেখিয়ে ভিকটিমের কাছ থেকে আসামিকে শনাক্ত করা হয়েছে। ভিকটিম বলেছে, সব চেহারা ভুলে গেলেও এই চেহারা তিনি কোনদিনও ভুলবেন না।
জিজ্ঞাসাবাদে মজনু র্যাবকে জানিয়েছে, ভিকটিম নিরক্ষর। ট্রেন থেকে পড়ে গিয়ে তার সামনের দুটি দাঁত ভেঙে যায়। স্ত্রী মারা যাওয়ার পরে সে আর বিয়ে করতে পারে নি। তাই সে এধরনের কাজ করত।