ঢাবি ছাত্রী ধর্ষক মজনুর ১০ দিনের রিমান্ডের আবেদন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার মজনুকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
আজ দুপুর ১টা ৩৫ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে এই আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সিদ্দিক। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতে নেওয়ার পর মজনুকে হাজতখানায় রাখা হয়েছে। তার রিমান্ড বিষয়ে দুপুর ৩টায় বিচারক সরাফুজ্জামান আনছারীর আদালতে শুনানি হবে।
উল্লেখ্য, রবিবার (৫ জানুয়ারি) বিকাল ৪টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাসে করে ওই ছাত্রী বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে কুর্মিটোলা বাসস্টপেজে নামার পর তাকে অজ্ঞাত এক ব্যক্তি অনুসরণ করতে থাকে। একপর্যায়ে তাকে ফুটপাতের ঝোপে নিয়ে ধর্ষণ করে। রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে ওই শিক্ষার্থী রিকশায় করে বান্ধবীর বাসায় যান। সেখান থেকে বান্ধবীসহ অন্য সহপাঠীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
গেল ৬ জানুয়ারি সোমবার সকালে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ওই ছাত্রীর বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে।
এদিকে, এ ঘটনার পর ওই দিন রাত থেকেই ধর্ষকের শাস্তির দাবিতে ঢাবির শিক্ষার্থীরা ছাড়া বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ, মশাল মিছিল, মানববন্ধনের মতো কর্মসূচি পালন করে আসছেন। ইতোমধ্যে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বুধবার মজনুকে আটক করেছেন র্যাব সদস্যরা।