তাইওয়ান প্রণালি পাড়ি যুক্তরাষ্ট্রের দুই রণতরীর
তাইওয়ান প্রণালিতে আন্তর্জাতিক জলসীমা পাড়ি দিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি রণতরি।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর রোববার প্রথমবারের মতো এ ধরনের তৎপরতা চালাল যুক্তরাষ্ট্র।
এ নিয়ে রয়টার্সের প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে, ‘চ্যান্সেলরসভিল’ ও ‘অ্যান্টাইট্যাম’ নামের দুটি যুদ্ধজাহাজ চলমান অভিযান পরিচালনা করছে।
এ ধরনের অভিযানে সাধারণত আট থেকে ১২ ঘণ্টা সময় লাগে। এগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে থাকে চীন।
তাইওয়ান প্রণালিতে দুই রণতরী আসার বিষয়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ‘এ জাহাজগুলো প্রণালির একটা করিডর পাড়ি দিয়েছে, যেটি উপকূলবর্তী যেকোনো রাষ্ট্রের (চীন বা তাইওয়ান) আঞ্চলিক সমুদ্রসীমার বাইরে।’
সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র এবং কখনও কখনও দেশটির মিত্র রাষ্ট্র যুক্তরাজ্য ও কানাডার রণতরী নিয়মিত তাইওয়ান প্রণালি পাড়ি দিয়েছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে তাইওয়ানকে নিজেদের অংশ মনে করা চীন।
চলতি মাসের শুরুতে চীনের বিরোধিতা সত্ত্বেও তাইওয়ান সফর করেন যুক্তরাষ্ট্রের বর্ষীয়ান রাজনীতিক ন্যান্সি পেলোসি। একে অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের চেষ্টা হিসেবে দেখেছে চীন।
পেলোসির সফরের প্রতিক্রিয়ায় তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া শুরু করে চীন, যা এখনও অব্যাহত।