তারেক রহমানের জন্মদিন উদযাপন করল যুক্তরাষ্ট্র বিএনপি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাষ্ট্রের উদ্যোগে তারেক রহমান জন্ম বার্ষিকী উদযাপন কমিটির যুক্তরাষ্ট্রের আয়োজনে বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৫৬তম জন্মদিন উদযাপন করেছে।
আজ সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যায়
নিউইয়র্কের কুইন্স প্যালেসে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান ভুঁইয়া মিল্টনের সভাপতিত্বে এবং যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাকসুদুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের জাতীয় পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় কন্ঠশিল্পী ও বিএনপি নেত্রী রুমানা মোর্শেদ কনক চাঁপা। প্রধান বক্তা ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য চিত্রনায়ক হেলাল খান।
আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপি ও যুক্তরাষ্ট্র যুবদলের বিভিন্ন নেতাকর্মীরা।
অনুষ্ঠানে তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনার পাশাপাশি সারা পৃথিবীর বিএনপি নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব মওলানা মির্জা আবু জাফর বেগ।❐