তারেক রহমান ও কোকো জ্যাকসন হাইটস জামে মসজিদের আজীবন সদস্য
সংবাদ বিজ্ঞপ্তি
গত ২৭ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র যুবদল জ্যাকসন হাইটস জামে মসজিদে বাদ এশা এক দোয়া মাহফিলের আয়োজন করে।
অনুষ্ঠানে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত, বেগম জিয়া, তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয়।
মাহফিলে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ।
বক্তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির পাশাপাশি তার জেল মুক্তির জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলনের আহবান জানান। তারা বলেন, বেগম জিয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের রাজনীতির প্রতিহিংসার শিকার। যে কারণে বিনা দোষে তাকে জেলে বন্দী করে রাখা হয়েছে। তারা বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারলে গণতন্ত্র এবং দেশ রক্ষা করা যাবে না। তারা বিএনপির কেন্দ্রীয় কমিটিকে খালেদা জিয়ার মুক্তিতে আন্দোলন কর্মসূচি দেয়ার আহবান জানান।
এ ছাড়াও অনুষ্ঠানে বক্তারা ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং তাবিদ আউয়ালকে ভোট দেয়ার আহবান জানান।
এছাড়াও যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজিত মাহফিলে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকোকে যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি ও বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী জাকির এইচ চৌধুরীর সহায়তায় যুক্তরাষ্ট্র যুবদলের পক্ষ থেকে জ্যাকসন হাইটস জামে মসজিদের আজীবন সদস্য করা হয়েছে।
উল্লেখ্য, গত বৎসর বেগম খালেদা জিয়াকেও উক্ত মসজিদের আজীবন সদস্য করা হয়েছিল।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি গিয়াস আহমেদ, প্রফেসর দেলোয়ার হোসেন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, কাজী আজম, ফিরোজ আহমেদ, শাহাদত হোসেন, এমলাখ হোসেন ফয়সল, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক শাহীন, বিএনপি নেতা এবাদ চৌধুরী, নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, ব্রুকলীন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরোয়ার্দী, যুবদল নেতা আহবাব হোসেন চৌধুরী খোকন, আমানত হোসেন আমান, শামীম মাহমুদ, নিউইয়র্ক স্টেট যুব দলের সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন, বিএম বাদশাহ, সাইফুর খান হারুন, পারভেজ সাজ্জাদ, খলকুর রহমান, উত্তম বণিক, আনোয়ারুল হক লেবু, মো: মহসিন, এমদাদ তরফদার, সোহাগ আফসার, শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাক আহমেদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহীন, আবুল কালাম প্রমুখ।