তালেবানের ডেডলাইনের পরেই আফগান ছাড়ার ‘সময়’ জানিয়েছে পেন্টাগন
মার্কিন সেনাবাহিনী নির্দিষ্ট সময়ের আফগানিস্তান ছাড়বে বলে জানিয়েছেন পেন্টগনের মুখপাত্র জন কিরবি।তিনি জানিয়েছেন, তাদের পরিকল্পনা রয়েছে গত এপ্রিলে প্রেসিডেন্ট জো বাইডেনের আদেশ অনুযায়ী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করা।
এর আগে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে তালেবান। এ সময় তালেবানের পক্ষ থেকে জানানো হয়, কোনো ভাবেই বিদেশি সেনাদের আফগানে থাকতে সময় বৃদ্ধি করা হবে না। ডেডলাইনের মধ্যেই দেশ ছাড়তে হবে বিদেশিদের।
পেন্টাগন মুখপাত্র বলেন, এই সময়সীমার কোনো পরিবর্তন হবে না। কয়েকদিনের মধ্যে তাদের (সেনা সদস্যদের) সরিয়ে নেওয়া হবে।
বিবিসি জানিয়েছে, কাবুল বিমানবন্দরে এখন পর্যন্ত সাত হাজার মার্কিন সেনা রয়েছে।
আফগানিস্তানের সেনা রাখার সময়সীমা বৃদ্ধির আলোচনার বিষয়টি প্রত্যাখ্যান করে কিবরি বলেন, বিমান বন্দরের আশপাশের পরিবেশ সতিক্যার অর্থে হুমকি স্বরূপ।
এর আগে সংবাদ সম্মেলনে আফগান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, কোনোভাবেই বিদেশি সেনা ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থাকতে পারবে না। ডেডলাইনের মধ্যেই আফগানিস্তান ত্যাগ করতে হবে।