তালেবানের পক্ষে কথা বলে এবার তোপের মুখে ভারতের উর্দু কবি
আফগানিস্তানে তালেবান শাসনের পক্ষে কথা বলে তোপের মুখে পড়েছেন ভারতের জনপ্রিয় উর্দু কবি মুন্নাবর রানা। তার বেশ কয়েকটি মন্তব্য ঘিরে দেশটিতে তৈরি হয়েছে বিতর্ক। খবর হিন্দুস্তান টাইমস।
শুক্রবার এক সংবাদমাধ্যমকে মুন্নাবর বলেন, তালেবান যদি আফগানিস্তানে থাকে, তাই বলে ভারতের তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তালেবান সন্ত্রাসী নয়; বরং ওরা আক্রমণাত্মক। যদি ইতিহাস দেখেন তাহলে জানবেন, ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক কোনো সময়ই খারাপ ছিল না। তাই ভারতের আফগানিস্তান নিয়ে ভয়েরও কোনো কারণ নেই। কোথাও কি এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে তালেবানের মাধ্যমে একজন ভারতীয় ক্ষতিগ্রস্ত হয়েছেন?
আফগানিস্তানে বিগত ২০ বছর ধরে মার্কিন সেনা থাকায় যে তিনি অসন্তুষ্ট, তাও ব্যাখ্যা করেন মুন্নাবর। তিনি বলেন, তালেবান তো নিজেদের মাতৃভূমিকে মুক্ত করার জন্য লড়াই করেছে। নিজের দেশকে কে কীভাবে কেউ দখল করবে! এটা তাদের নিজেদের বিষয়।
তিনি আরও বলেন, এক সময় ভারতীয়রা ইংরেজ শাসনে পরাধীন ছিল। তারাও দেশকে মুক্ত করেছে। তাহলে তালেবান যদি নিজেদের মাটিকে স্বাধীন করতে চায়, তাতে ভুল কোথায়?
মুন্নাবরের এমন মন্তব্যের পরই বিতর্ক শুরু হয় ভারতের সব মহলে। সমালোচনার মুখে পড়তে হয় কবিকে।
এর আগে তালেবান নিয়ে টুইট করে বিপাকে পড়েন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।
তিনি লিখেন, হিন্দুত্ববাদী সন্ত্রাসের সমালোচনা আমরা করি না। তবে তালেবানি সন্ত্রাস দেখে আমরা রেগে যাই, ক্ষুব্ধ হই। তালেবানদের অত্যাচার দেখে আমরা গর্জে উঠি। কিন্তু হিন্দুত্ববাদী সন্ত্রাসের সময় আমরা চোখ বুজে থাকি। আমাদের মূল্যবোধ কোনো নির্দিষ্ট সন্ত্রাসের ওপর নির্ভর করে তৈরি করা উচিত নয়।
তালেবান ইস্যুর সঙ্গে হিন্দুত্ববাদের প্রসঙ্গ টেনে এনে করা তার সেই টুইটে ক্ষোভে ফেটে পড়েছেন ভারতীয় নেটিজেনদের একাংশ। তারা স্বরার গ্রেফতারের দাবিও জানিয়েছেন।
স্বরার এমন টুইটে ভারতের সোশ্যাল মিডিয়ায় ঝড় বইছে। স্বরার নামে কলকাতা পুলিশের সাইবার সেলে এফআইআর করেছেন এক ব্যক্তি।