তিন স্ত্রীর সমর্থন নিয়ে চতুর্থ বিয়ের জন্য পাত্রী খুঁজছেন যুবক!
তিন স্ত্রীর সমর্থন নিয়ে অনলাইনে বিয়ের জন্য পাত্রী খুঁজছেন এক পাকিস্তানি যুবক। যুবকের নাম আদনান।
পাকিস্তানের সিয়ালকোটের বাসিন্দা আদনান ১৬ বছর বয়সে প্রথম বিয়ে করেন। তখন তিনি স্কুলে। পাত্রীর নাম শুম্বল। এরপর এক এক করে আরও দুই বার বিয়ের পিড়িতে বসেন তিনি। দ্বিতীয় স্ত্রীর নাম শুবানা, তৃতীয় স্ত্রীর নাম শাহিদা।
প্রথম স্ত্রীর গর্ভে তিন সন্তান রয়েছে। দ্বিতীয় স্ত্রীর গর্ভে দুই সন্তান। তাদের মধ্যে এক জনকে দত্তক নেন তৃতীয় স্ত্রী শাহিদা।
তিন স্ত্রীর মধ্যে দারুণ বোঝাপড়া। কোনওদিন ঝগড়াঝাটি শোনে নি প্রতিবেশীরা। শুধু মাঝে মধ্যে প্রত্যেকেই অভিযোগ করেন, শুধু তাকেই নাকি অবহেলা করেন আদনান। এখন তিন স্ত্রী স্বামীকে জোর দিচ্ছেন, চতুর্থ বিয়ের জন্য।
আদনানের শর্ত, চতুর্থ স্ত্রীর নামের আদ্যক্ষরও ‘শ’ হতে হবে। আর বিয়ের আগে দেখাও করতে চান তিনি।
ছয় কামরার বাড়ির মালিক আদনান এত বড় সংসার চালানোর খরচ নিয়েও মোটেই চিন্তিত নন। তিনি বলেন, সংসার চালাতে মাসে দেড় লক্ষ টাকার দরকার পড়ে। সেটুকু হয়েই যায়।
তার ভাষ্যে, আসলে প্রথম বিয়ের পরেই ভাগ্য ঘুরে যায়। তারপর উন্নতি হতেই থাকে। আশা, চতুর্থ বিয়ের পর উন্নতি শিখর পৌঁছবে সে।❐