দক্ষিণ আফ্রিকায় শুটিং সেটে বন্দুক ঠেকিয়ে ৮ মডেলকে গণধর্ষণ
মিউজিক ভিডিও’র এক শুটিং চলাকালে হঠাৎ সেখানে হঠাৎ হামলা করেছে বন্দুকধারীরা। এরপর মাথায় বন্দুক ঠেকিয়ে গুনে গুনে আটজন মডেলকে গণধর্ষণ করে তারা।
ঘটনাটি আজ শনিবার (৩০ জুলাই) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পশ্চিমে ক্রুগারসডর্পের নামক শহরে সংঘটিত হয়েছে। খবর এনডিটিভির।
এ ঘটনায় ২০ জন সন্দেহভাজনের মধ্যে তিনজনকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানিয়েছে, মিউজিক ভিডিও শুটিংয়ের প্রস্তুতির সময়ে শুটিংয়ের সঙ্গে যুক্ত কলাকুশলীরা নিজেদের প্রয়োজনীয় সরঞ্জামগুলো গুছিয়ে রাখছিলেন। ঠিক সেই মুহূর্তেই বন্দুকধারীরা সেখানে উপস্থিত হয়। বন্দুক দেখিয়ে অন্তত আটজন মডেলকে ধর্ষণ করে তারা।
ধর্ষিতাদের সবার বয়স ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে রয়েছে। এমনকি এক তরুণীকে ১০ জন মিলে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এমনকি মডেলদের বিবস্ত্র করে তাদের সর্বস্ব লুটও করতেও দ্বিধা করেনি বন্দুকধারীরা।