দক্ষিণ আফ্রিকায় সরকারিভাবে করোনার দ্বিতীয় ঢেউ ঘোষণা
দক্ষিণ আফ্রিকা সরকারিভাবে করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপ বা ঢেউ ঘোষণা করেছে। ৯ ডিসেম্বর দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডা. জুয়েলি মখেজি আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন।
গত দুই মাস বিরতির পর গত দুই সপ্তাহ থেকে হঠাৎ করে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে দক্ষিণ আফ্রিকায়।
৯ ডিসেম্বর ২৪ ঘণ্টার ব্যবধানে ৬৭০৯ জন নতুন করোনা আক্রান্ত শনাক্ত হওয়ায় দেশটির স্বাস্থ্য অধিদফতর আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে।
গত সপ্তাহে দেশটির রাষ্ট্রপতি সিরিল রামাপোসা করোনার দ্বিতীয় দফা সংক্রমণ ঠেকাতে লকডাউন ফিরিয়ে না আনার ঘোষণা দিলেও কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগণকে নির্দেশ দিয়েছেন।
এছাড়া দেশটির কেপটাউন, জোহানসবার্গ,ডারবান ও পোর্ট এলিজাবেথকে করোনার হটস্পট হিসেবে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে।
খ্রিস্টান ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের সব অনুষ্ঠান বাতিল করেছে দেশটির সংশ্লিষ্ট প্রশাসন।
ইতোমধ্যে দেশটির কোয়াজুলু নাটাল প্রদেশের ডারবান সমুদ্র সৈকতে বড়দিনের সব অনুষ্ঠান বাতিল করে সমুদ্র সৈকত পুনরায় বন্ধ ঘোষণা করেছে প্রদেশের পর্ষটন কর্পোরেশন।
দেশটি সহসা লকডাউনে ফিরে না গেলেও কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে দেশের জনগণকে- এমন নির্দেশ দিয়েছে রাষ্ট্রপতিসহ সংশ্লিষ্ট প্রশাসন।
দেশটির জোহানসবার্গ উইটস মেডিকেল রিসার্চ বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজিস্ট অধ্যাপক ডা. সামির মাদি বলেছেন, সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্য বিধিমালার পাশাপাশি অধিক সংক্রমিত এলাকাগুলো লকডাউনে ফিরে যাওয়া দরকার।
১০ ডিসেম্বর সকালে কেপটাউনে পুলিশের বার্ষিক নিরাপত্তা উৎসব উদ্বোধন করতে গিয়ে পুলিশমন্ত্রী ভেকি সেলে জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে পুলিশকে কঠোর অবস্থানে যাওয়ার নির্দেশ দিয়েছেন।❐