‘দারিদ্র্য বিমোচনে যুক্তরাষ্ট্রের জন্য দৃষ্টান্ত বাংলাদেশ’: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন
দ্য নিউইয়র্ক টাইমসের পুলিৎজার পুরস্কারজয়ী সাংবাদিক নিকোলাস ক্রিস্টফ তাঁর কলামে নতুন মার্কিন প্রেসিডেন্টকে দারিদ্র্য বিমোচনের পথ খুঁজতে বাংলাদেশকে অনুসরণের পরামর্শ দিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১২ মার্চ) প্রকাশিত নিবন্ধে স্বাধীনতা লাভের পঞ্চাশ বছরের মধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হওয়ায় ভূয়সী প্রশংসা করেন তিনি।
নিকোলাস ক্রিস্টফ বলেন, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র এখনো শিশুদের জীবন মানের উন্নতি ঘটাতে হিমশিম খাচ্ছে। দারিদ্রতা আর শিক্ষার অভাব অনেক ক্ষেত্রেই শিশুদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ফেলছে। তবে করোনার ধকল মোকাবেলায় বাইডেন প্রায় দুই হাজার কোটি ডলারের যে প্রণোদনা দেওয়ার আশ্বাস দিয়েছেন সেটি এই অবস্থার উন্নতি করবে বলে আশাবাদী তিনি।
১৯৭৪ সালে দুর্ভিক্ষের সময় তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি আখ্যা দিয়েছিলেন। তবে গণহত্যা,দারিদ্রতা, ঘূর্ণিঝড় আর দুর্ভিক্ষের সেইসব ধকল কাটিয়ে বাংলাদেশ আজ বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে প্রশংসা করেন ক্রিস্টফ।
গত চার বছরে বাংলাদেশের উন্নতি ঈর্ষণীয় দাবি করে করোনার ধকল কাটিয়েও বাংলাদেশ অর্থনীতির চাকা সচল রেখেছে বলেও উল্লেখ করেন। এছাড়াও বাংলাদেশের মানুষের গড় আয়ু যুক্তরাষ্ট্রের দশটি প্রদেশের চাইতে বেশি বলেও জানান এই কিংবদন্তী সাংবাদিক।
নারী শিক্ষার প্রসার আর নারীর ক্ষমতায়ন বাংলাদেশের এসব অর্জনের মূল চাবিকাঠি উল্লেখ করেন তিনি। নারী উদ্যোক্তার সংখ্যা বাড়ানোর পেছনে গ্রামীণ ব্যাংক আর ব্র্যাকের মতো বিশ্বসেরা প্রতিষ্ঠানের ভূমিকা রাখছে বলেই মনে করছেন করেন এই সাংবাদিক। আর তাই বাংলাদেশের এসব অর্জন সবার জন্যে শিক্ষণীয় বলে প্রসংশা করেছেন নিকোলাস ক্রিস্টফ।❐