দিল্লিতে চালু হলো বিশ্বের সবচেয়ে বড় করোনা হাসপাতাল
ভারতের রাজধানী নয়া দিল্লিতে চালু হলো বিশ্বের সবচেয়ে বড় করোনা হাসপাতাল।
এটি দৈর্ঘ্যে ১৭০০ ফুট ও প্রস্থে ৭০০ ফুট। এই হাসপাতালটিতে বেডের সংখ্যা ১০ হাজার।
১২ দিনে এ হাসপাতালটি নির্মাণ করেছে দেশটির ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)।
দিল্লির এই করোনা হাসপাতালটির নাম রাখা হয়েছে‘সর্দার পটেল কোভিড কেয়ার সেন্টার অ্যান্ড হসপিটাল’।
দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল রোববার হাসপাতাটির উদ্ধোধন করেন।
এরপর একসঙ্গে পরিদর্শন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।
কলকাতার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, দক্ষিণ দিল্লিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই প্রতিরক্ষামন্ত্রণালয়ের জমিতে অস্থায়ী এ হাসপাতালটি নির্মাণ করা হয়।
এতে ২৫০ শয্যায় আইসিইউ ব্যবস্থা রয়েছে। ১ হাজার বেডে অক্সিজেন দেওয়া যাবে রোগীদের।
প্রাথমিকভাবে মৃদু উপসর্গের কোভিড আক্রান্ত ও উপসর্গহীন করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা করা হবে এই হাসপাতালে।⛘